১০২ জন শিক্ষকের মাঝে ১২ কোটি ৫০ লাখ টাকার চেক হস্তান্তর
কিশোরগঞ্জে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অবসর সুবিধা বোর্ডের উদ্যোগে অবসরপ্রাপ্ত ও পরলোকগত ১০২ জন শিক্ষকের মাঝে ১২ কোটি ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৯ আগস্ট) বিকেলে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের মুক্তমঞ্চে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম আরজু, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আফাজুর রহমান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর। শিক্ষক শহীদুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে অবসরপ্রাপ্ত ও পরলোকগত ১০২ জন শিক্ষকের হাতে অবসর সুবিধা বোর্ডের চেক তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।