দুই লঞ্চের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের
বরগুনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী সম্রাট-৩ লঞ্চের সঙ্গে ঢাকা থেকে পটুয়াখালীর রাঙ্গাবালিগামী জাহিদ-৪ লঞ্চের সংঘর্ষ হয়েছে। এতে একই পরিবারের তিনজন নিহত ও একজন আহত হয়েছে।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে মেঘনা নদীতে চাঁদপুরের মিয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন তাসনিমা বেগম (৪৫), তাঁর ছেলে হিরণ (২২) ও মেয়ে জান্নাত (৭)। এ ঘটনায় তাসনিমার মেয়ে নাসরিন (১৪) গুরুতর আহত হয়। তাঁরা সম্রাট-৩ লঞ্চের যাত্রী।
হতাহত চারজনের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের বাইন সমের্ত গ্রামে।
সম্রাট লঞ্চের সুপারভাইজার জাকির হোসেন বলেন, ঢাকা যাওয়ার পথে মেঘনায় জাহিদ-৪ নামের একটি যাত্রীবাহী লঞ্চ সম্রাট-৩ লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে সম্রাটের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তাসনিম বেগম ও তার মেয়ে জান্নাত নিহত হয়। পরে ঢাকা নেওয়ার পথে ছেলে হিরণও মারা যায়।
জাকির হোসেন আরো বলেন, হতাহত চারজনকেই ঢাকার মুগদা এলাকায় দেলোয়ার নামের কোনো এক আত্মীয়ের বাসায় নেওয়া হয়েছে।