মাদারীপুরে দোকানে ডাকাতি, গুলিবিদ্ধ ২
মাদারীপুরের কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে তিনটি সোনার দোকানসহ পাঁচটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছোড়া গুলিতে দুই ব্যবসায়ী আহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন স্বপন ও সোহেল। তাঁদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান, গতকাল দিবাগত রাতে একদল ডাকাত কালকিনির মিয়ারহাট বাজারে গিয়ে পাহারাদারদের বেঁধে রেখে ডাকাতি শুরু করে। এ সময় ডাকাতরা মৌসুমী জুয়েলার্স, জয় জুয়েলার্স, আঁচল জুয়েলার্সে ডাকাতি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর তারা একটি মুদির দোকানে ও একটি থান কাপড়ের দোকানে ডাকাতি করে টাকা ও মালামাল লুট করে। এ সময় দুই ব্যবসায়ী চিৎকার করলে ডাকাতরা তাঁদের গুলি করে। এতে মুদি দোকানি স্বপন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অন্যজনের নাম সোহেল জানা গেলেও তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ওসি আরো জানান, সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।