ভারতকে এবার বিশ্বকাপে নজর দিতে বললেন ইরফান পাঠান
এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়েছে ভারত। রোববার (১৭ সেপ্টেম্বর) কলম্বোয় লঙ্কানদের রীতিমতো গুঁড়িয়ে দিয়ে এশিয়া কাপে অষ্টম শিরোপা ঘরে তোলে ভারত। ফাইনালের আগে ভারতকে একপ্রকার টিপ্পনী কেটে নিজের শোতে পাকিস্তানি পেস কিংবদন্তি শোয়েব আকতার বলেছিলেন, ‘ফাইনালে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ভারতকে। এটা খালার বাড়ি নয় যে ভারত সহজে জিতবে।’
হয়েছে উল্টোটা। মুদ্রার উল্টোপিঠে আসরের সহ-স্বাগতিক শ্রীলঙ্কাকে লজ্জার হার উপহার দিয়েছে ভারত। তাতে ভারতজুড়ে খুশির রেশ থাকাটাই স্বাভাবিক। পাশাপাশি ভারত-পাকিস্তানের চিরায়ত দ্বন্দ্ব ভোলেননি সাবেক ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।
নিজের এক্স অ্যাকাউন্টে (সাবেক টুইটারে) পাকিস্তানকে খোঁচা মেরে তিনি বলেন, ‘আমাদের প্রতিবেশীরা এখনও আওয়াজ তোলার চেষ্টা করছে। অবশ্য, সেই আওয়াজ কলম্বো পর্যন্ত পৌঁছাতে পারেনি।’
পাকিস্তানকে খোঁচা মারলেও ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইরফান দলকে মনে করিয়ে দিলেন পরবর্তী গন্তব্যের কথা। এশিয়া কাপ জয়ের আনন্দ শেষে দলকে এবার ওয়ানডে বিশ্বকাপে নজর দেওয়ার কথা বললেন তিনি।
নিজের এক্স অ্যাকাউন্টে রোববার ম্যাচ শেষে ইরফান লিখেছেন, ‘এশিয়া জিতেছো। এবার বিশ্বকাপের দিকে চলো। দারুণ করেছো ভারতীয় দল। এশিয়া কাপে পূর্ণ শক্তির ভারতীয় দলের এমনকি কাছাকাছিই আসতে পারেনি কোনো দল।’
ভারতের জার্সিতে তিন ফরম্যাট মিলিয়ে ইরফান পাঠান ১৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ২ হাজার ৮২১ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ৩০১ উইকেট।