ভারতকে লজ্জায় ডুবিয়ে ৪৬ রানে অলআউট করল কিউইরা
বাংলাদেশের বিপক্ষে টেস্টে প্রবল বিক্রম দেখানো ভারতের ব্যাটিং লাইনআপ ধসে পড়েছে নিউজিল্যান্ডের সামনে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটাররা। স্কোরবোর্ডে প্রথম ইনিংস শেষে ভারতের সংগ্রহ ৪৬ রান, উইকেট একটিও বেঁচে নেই। তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাত্র ৪৬ রানে অলআউট হয়েছে ভারত। বলে রাখা ভালো, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থান সবার ওপরে।
বেঙ্গালুরুতে চলছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। টেস্টের প্রথম দিন ভেসে যায় বৃষ্টিতে। দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভারতীয় ব্যাটাররা ভেসে গেলেন বানের জলের মতোই। আসা যাওয়ার মিছিলে ১১ জন মিলে ক্রিজে টিকতে পেরেছেন ৩১.২ ওভার। ভারতকে ধসিয়ে দিয়েছেন তিন কিউই পেসার। মাত্র ১৫ রান দিয়ে ম্যাট হেনরি তুলে নেন পাঁচ উইকেট। সাদা পোশাকে মাত্র পঞ্চম টেস্ট খেলতে নামা উইলিয়াম ও’রোর্ক ২২ রানে চার শিকার করেন। বাকি উইকেটটি নেন টিম সাউদি।
টেস্ট ক্রিকেটে এক ইনিংসে এটি ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর। তবে, এরচেয়েও বড় লজ্জা পেয়েছে রোহিত-কোহলিরা। নিজেদের মাটিতে এটিই ভারতের সর্বনিম্ন সংগ্রহ। কেবল ঘরের মাঠেই নয়, টেস্টের প্রায় দেড়শ বছরের ইতিহাসে পুরো এশিয়াতে এক ইনিংসে এত কমে অলআউট হয়নি আর কোনো দল।
ইনিংসে ভারতের হয়ে দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন মাত্র দুজন। ঋষভ পন্তের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২০ রান, দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন যশস্বী জাইসওয়াল। পাঁচজন খুলতে পারেননি রানের খাতাই, যার মধ্যে আছেন বিরাট কোহলিও! সর্বোচ্চ জুটি চতুর্থ উইকেটে ২১ রানের।