রাতে শুরু চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম দিনেই মাঠে নামছে ম্যানসিটি
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। প্রথম দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির প্রতিপক্ষ সার্বিয়ার ক্লাব রেডস্টার বেলগ্রেড। বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।
পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জিতেছে ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে তারা। তবে, নতুন মৌসুম শুরু করতে হবে শূন্য থেকেই।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সিটিজেন কোচ গার্দিওলা বলেন, ‘সিটির জন্য প্রথম মৌসুমে শিরোপা জেতাটা কঠিন ছিল। প্রথম শিরোপা পাওয়াটাই তুলনামূলক কঠিন হয়। খুব আহামরি কিছু করে ফেলিনি। এটি ধরে রাখাটা কঠিন। কাজটি সহজ হবে না।’
ম্যানসিটি ছাড়াও আজ মাঠে নামবে দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এসি মিলান। তাদের প্রতিপক্ষ ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড। এ ছাড়া, পিএসজি মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের। বার্সেলোনা খেলবে অ্যান্টওয়ার্পের বিপক্ষে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগ একটু অন্যরকম হতে চলেছে। দেড় দশক পর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো দুজনের কেউই থাকছেন না এই আসরে।