নতুন ভিসা পদ্ধতিতে কিছুটা জটিলতা হচ্ছে : মনোজ কুমার
‘নতুন ভিসা পদ্ধতি চালু করায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এজন্য অনেকের ভিসা পেতে দেরী হচ্ছে। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে’ বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।
এ সময় সম্প্রতি হিলি স্থলবন্দরের উভয় অংশে পণ্যবাহী ভারতীয় একাধিক ট্রাকে মাদক উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
হিলি স্থলবন্দর ও চেকপোস্ট পরিদর্শনে এসে সহকারী হাইকমিশনার চেকপোস্ট দিয়ে ভারতে যান। সেখানে কাস্টমস, পুলিশ, বিএসএফ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আধাঘণ্টা পর ফিরে আসেন। এরপর তিনি হিলি স্থলবন্দরে বিভিন্ন সমস্যা সমাধানে বন্দরের আমদানিকারকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, কাস্টমসের সহকারী কমিশনার বায়জিদ হোসেন, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, ওসি আবু সায়েম মিয়া প্রমুখ।
আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সহকারী হাইকমিশনার বলেন, প্রতিদিন এক হাজার ২০০ জন ভিসার জন্য আবেদন করে। সেগুলো যাচাই-বাছাই করে ভিসা দেওয়া হয়। এতে একটু সমস্যা হচ্ছে। তবে তা শিগগিরই কেটে যাবে। তা ছাড়া মেডিকেল ভিসা এক থেকে তিন দিনের মধ্যে দেওয়া হচ্ছে।