বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে গত ক’দিনে কম বিতর্ক হয়নি। এখনও এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে, সবকিছু এক পাশে রেখে শুরু হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।
এদিন ভারতের গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। বিশ্বকাপের আগে এশিয়া কাপ কিংবা ঘরের মাঠে সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজে প্রস্তুতি ভালো হয়নি চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের। তার সঙ্গে যোগ হয়েছে বিতর্ক। সব মিলিয়ে, মূল পর্ব শুরুর আগে প্রস্তুতি পর্বে নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে।
আজকের (শুক্রবার) ম্যাচে বাংলাদেশের অধিনায়কত্ব করছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টসের পর মিরাজ বলেন, ‘আমাদের সামনে বিশ্বকাপের মূল পর্ব। অনেকগুলো ম্যাচ খেলতে হবে। নিজেদের প্রস্তুত করার ভালো সুযোগ আছে। আশা করি, সবাই ভালো খেলবে।’
একই মাঠে আগামী সোমবার (২ অক্টোবর) ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।