ফাইন্যান্স কোম্পানি আইন পেল মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন
ফাইন্যান্স কোম্পানি আইন-২০২৩-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
খসড়া অনুযায়ী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একক ব্যক্তি বা পরিবার কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ারের মালিক থাকতে পারবে না।
মাহবুব হোসেন বলেন, আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে দুজন স্বতন্ত্রসহ মোট ১৫ জন সদস্য থাকবে। আইনের বিধিবিধান ভঙ্গ করে ঋণ নিলে ১০ লাখ টাকা জরিমানা করা হবে। একইসঙ্গে এক পরিবার থেকে কোনো আর্থিক প্রতিষ্ঠানের ১৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করা যাবে না।
এই আইনে অনুমোদনের ফলে এখন থেকে কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ঋণ খেলাপি করলে বা দুমাসের নোটিশে ঋণ পরিশোধ না করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। এ ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ও ট্রেড লাইসেন্স স্থগিত থাকবে।