দোকানপাট বন্ধ রাখলে স্থায়ী বন্ধ হয়ে যাবে : শাহীন চাকলাদার
যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, ‘বিএনপিকে সমর্থন দিয়ে যারা দোকানপাট বন্ধ রাখতে চায়, পার্মানেন্ট (স্থায়ী) বন্ধ হয়ে যাবে।’
আজ রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় যশোর শহরের ভৈরব চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শাহীন চাকলাদার।
শাহীন চাকলাদার বলেন, ‘দোকানপাট খোলা থাকবে, ব্যবসা বাণিজ্য চলবে। কোনো গাড়ি পুড়িয়ে দিলে সব দায়দায়িত্ব আওয়ামী লীগের। বিএনপিনেতাদের যশোরে থাকতে দেওয়া হবে না। তাঁদের বাড়িঘর বিক্রি করে ক্ষতিগ্রস্ত রিকশা-গাড়ির দাম দিয়ে দেওয়া হবে।’
‘কোনো হরতাল অবরোধ যশোরে হবে না’ উল্লেখ করে শাহীন চাকলাদার বলেন, ‘ঢাকায় যারা ভাড়া খাটতি গেছে, ঢাকায় পতন করে ঢাকায় তারা বসবাস করুক। যশোরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তাদের শান্তি দিতে চাই, স্বস্তি দিতে চাই। নির্বাচন সময়মতো হবে, তখন আমরা নির্বাচনে নেমে যাব। এখন এই আগুন সন্ত্রাসীদের দমন করে সংবিধান অনুযায়ী নির্বাচন করতে চাই।’
শাহীন চাকলাদার আরও বলেন, ‘জামায়াত-বিএনপি সাপের চেয়েও খারাপ। আগে সাপ না মেরে জামায়াত-বিএনপি মারেন। নির্বাচন এলেই আগুন সন্ত্রাসে নেমে পড়ে তারা। এই আগুন সন্ত্রাসীদের দমন করতে হবে, সাইজ করতে হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ বক্তব্য দেন।