মেসির অষ্টম না হল্যান্ডের প্রথম?
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/30/sports_0.jpg)
ফুটবল বিষয়ক সাময়িকী ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে বর্ষসেরার পুরস্কার। পুরস্কারের কেতাবি নাম ব্যালন ডি’অর। আলাদাভাবে ফুটবলারদের সম্মানিত করে আসা ফ্রান্স ফুটবল মাঝে কয়েক বছর ফিফার সঙ্গে একত্রিত হয়ে এই পুরস্কারটি দিয়েছিল। তবে, আবারও আলাদ হয়েছে তারা।
চলতি বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠান আয়োজিত হবে আজ সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায়। প্যারিসের থিয়েটার দ্যু শ্যাটেলেটে অনুষ্ঠিত হবে জমকালো এই ইভেন্ট। তখনই জানা যাবে, কে হলেন এবারের বর্ষসেরা। সেরা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জিতে অষ্টমবারের মতো ব্যালন ডি’অর তার হাতে ওঠার সম্ভাবনাই বেশি। তবে, ক্লাব পিএসজির হয়ে গত মৌসুমে খুব একটা ভালো করতে পারেননি এই মায়ামি তারকা।
অন্যদিকে, মেসির শক্ত প্রতিপক্ষ হিসেবে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হল্যান্ড। গত মৌসুমে সিটিকে ঐতিহাসিক ট্রেবল জেতানোর পেছনে তার অবদানই সবচেয়ে বেশি। হয়েছেন গত মৌসুমে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা।
হল্যান্ডের সম্ভাবনা বেশি থাকার আরেকটি কারণ হচ্ছে, এবার বছরের বিবেচনায় নয়, ব্যালন ডি’ অর দেওয়া হবে মৌসুমের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে। এর আগে কেবল একবারই এমনটা করেছিল ফ্রান্স ফুটবল।
যদিও, অনেকে বলছেন ইতোমধ্যে মেসির ব্যালন ডি’ অর পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে। এদের মধ্যে আছেন নামকরা ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানো।