টাকা না পেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
পিরোজপুরের মাছিমপুরে লাইজু বেগম (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ ওঠেছে তারই স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় হওয়া এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী রিয়াজ খান (৩৮)।
পেশায় নির্মাণ শ্রমিক অভিযুক্ত রিয়াজ মাছিমপুর এলাকার সোহরাব খানের ছেলে। আর লাইজু বেগম পিরোজপুর সদর উপজেলার কালিকাঠী গ্রামের মোস্তফা শেখের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, লাইজুর ব্যাংক অ্যাকাউন্টে কিছু টাকা জমা ছিল। বেশ কিছুদিন ধরে রিয়াজ জমানো টাকা থেকে ৫০ হাজার টাকা চেয়ে আসছিল। এ নিয়ে দম্পতিটির মাঝে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবাব সন্ধ্যায় এ নিয়ে আবারও দুজনের মাঝে ঝগড়া লাগে।
একপর্যায়ে রিয়াজ ঘর থেকে বেরিয়ে যায়। পরে, ওই গৃহবধূ জেলা শহরে যাওয়ার উদ্দেশে বের হয়। তিনি জেলা যুব উন্নয়ন কার্যালয়ের পাশে পৌঁছালে লাইজুর ওপর হামলা চালায় স্বামী রিয়াজ। এ সময় স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে মারাত্মক আহত হন ওই নারী। আহত লাইজুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে, সেখান থেকে পালিয়ে যায় রিয়াজ। পরে পুলিশের সহযোগিতায় স্থানীয়রা লাইজুকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই নারী।
অতিরিক্ত রক্তক্ষরণে লাইজুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিল সরোয়ার।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবীর মোহাম্মদ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার ও ঘটনাস্থল পরির্শন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যাক্তিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’