ভোটারদের টাকা দেওয়ায় জেল- জরিমানা
নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে মাদারীপুরের শিবচরে এক বিএনপি চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা ও ভোটারদের মাঝে টাকা দেয়ার অভিযোগে এক মেম্বার সমর্থককে ৯ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান আহমেদ জানান, সোমবার রাতে দত্তপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোতালেব বেপারীর সমর্থক সুধাংশ বৈদ্য ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণ করছিল।
নির্বাচনী আচরণ বিধি লংঘন করে নগদ টাকা বিতরনের দায়ে সুধাংশ বৈদ্যকে গ্রেপ্তার করে ৯দিনের কারাদন্ড দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত। অপরদিকে একইদিন দুপুর ১টার সময় আচরণবিধি লংঘন করে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রাথী মো. সাখাওয়াত হোসেন মোল্লার সমর্থকরা মাইকে নির্বাচনী প্রচারণা করছিল। নির্ধারিত সময়ের আগে প্রচারনা শুরু করায় ওই বিএনপি প্রার্থীকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।