শেখ কামাল দেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুবক : নৌপরিবহণ প্রতিমন্ত্রী
নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল দেশের ৫০ বছরের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ যুবক। আজ শনিবার (৪ নভেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) শহীদ ক্যাপ্টেন শেখ কামাল জিমনেসিয়ামের উদ্বোধন এবং সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
নৌপরিবহণ প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ শেখ কামাল একাধারে শ্রেষ্ঠ অ্যাথলেট, বাস্কেটবল ও ক্রিকেট খেলোয়াড়। একাধারে তিনি সংগীত শিল্পী, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক সংগঠক, রাজপথের স্পন্দিত তারুণ্য। তিনি স্বাধিকার আন্দোলন অন্যতম সংগঠক, বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম কমিশন প্রাপ্ত কর্মকর্তা। তিনি বঙ্গবীর এমএজি ওসমানী এডিসি হিসেবে যুদ্ধকালীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।’
খালিদ আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনিরা যখন বঙ্গবন্ধুকে হত্যা করতে আসে, তখন তিনি প্রথম প্রতিরোধ করেছিলেন।’
প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে প্রতিষ্ঠিত জিমনেসিয়ামটি আগামী প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে নিজেদের বিকশিত করার জন্য এ জিমনেসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
জেলা পরিষদের সদস্য মো. শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার, সেতাবগঞ্জ পৌর মেয়র মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফ আলী প্রমুখ।