ব্যাটিংই আমাদের ডুবিয়েছে : ধোনি
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন (ভিসিএ) স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে শুরুটা ভালোই করেছিল ভারত। মাত্র ১২৬ রানে আটকে দিতে পেরেছিল নিউজিল্যান্ডকে। কিন্তু টপ অর্ডারসহ সব ব্যাটসম্যানের ব্যর্থতায় মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ৪৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় ভারতকে।
ওই হারের পেছনে প্রধান কারণ হিসেবে ব্যাটিংকে দেখছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধোনি বলেন, নিউজিল্যান্ডকে কম রানে আটকে রেখে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ভারতের বোলাররা। কিন্তু শট সিলেকশনে ভুল করেছেন ব্যাটসম্যানরা।
গতকালের ম্যাচে উইকেটে টার্ন ছিল। আর সে টার্নকে কাজে লাগিয়েছে নিউজিল্যান্ডের তিন স্পিনার নাথান ম্যাককালাম, মিশেল সান্টনার ও ইশ সোধি। এই ত্রয়ী তুলে নেন ভারতের তিন উইকেট।
উইকেটের এমন আচরণের কথা স্বীকার করেছেন ধোনি। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা ছিল কম রানের উইকেট।’
ধোনি বলেন, ‘আমি মনে করি, আমরা তাঁদের (নিউজিল্যান্ড) কম রানে আটকাতে পেরেছিলাম। তবে ব্যাটিংই আমাদের ডুবিয়েছে।’
‘তারা (নিউজিল্যান্ড ভালো বল করেছে, কন্ডিশনকে কাজে লাগিয়েছে। তবে আমরা সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি। আমরা আরো বেশি সক্ষমতা দেখাতে পারতাম। ব্যাটিংই আমাদের ডুবিয়েছে।’