ভারতকে গুঁড়িয়ে দিল নিউজিল্যান্ড

ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান ফেভারিট ভারত। কোহলি-রায়না-ধাওয়ান-রোহিত-ধোনিদের নিয়ে গড়া ভারতের দুর্দান্ত ব্যাটিং লাইনআপের সামনে নিউজিল্যান্ড যখন মাত্র ১২৭ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল, তখনই ভারতের জয় অবধারিত বলে ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু ম্যাচ শেষে সবাইকে অবাক করে দিয়ে ৪৭ রানের বড় ব্যবধানের জয় তুলে নিল নিউজিল্যান্ড। ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতেই ভারতের ইনিংস গুটিয়ে গেছে ৭৯ রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি ভারতের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত অলআউট হয়েছিল ৭৪ রানে।
সদ্যই এশিয়া কাপ জিতে আসা ভারতের জন্য ১২৭ রানের লক্ষ্য কঠিন কিছু ছিল না। নিউজিল্যান্ডের ইনিংস শেষে মনে হয়েছিল, হেসেখেলেই ম্যাচটা জিতে যাবে ধোনি বাহিনী। কিন্তু বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। দুই স্পিনার মিচেল সান্টনার ও ইশ সোধির দারুণ বোলিংয়ে ৪৭ রানের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনা করেছে কিউইরা। চার ওভার বল করে মাত্র ১১ রানের বিনিময়ে চারটি উইকেট নিয়েছেন সান্টনার। ১৮ রানের বিনিময়ে তিনটি উইকেট নিয়েছেন সোধি।
প্রথম ওভারেই শিখর ধাওয়ানকে সাজঘরে ফিরিয়েছেলেন নাথান ম্যাককালাম। তৃতীয় ওভারে ভারতকে জোড়া ধাক্কা দিয়েছেন মিচেল সান্টনার। এক ওভারেই তুলে নিয়েছেন রোহিত শর্মা ও সুরেশ রায়নার উইকেট। পঞ্চম ওভারে যুবরাজ সিংকেও সাজঘরে ফিরিয়েছেন ম্যাককালাম। পঞ্চম উইকেটে ১৩ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কিন্তু নবম ওভারের প্রথম বলেই কোহলিকে আউট করে এই জুটি ভেঙেছেন সোধি। পরের ওভারে হার্দিক পান্ডেকেও সাজঘরে পাঠিয়েছেন সান্টনার। পরের ওভারে রবীন্দ্র জাদেজাকেও শূণ্য রানে আউট করেছেন সোধি। সেসময় ভারতের স্কোর ছিল ৪৩/৭। হারটাও প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তখনই। তবে অষ্টম উইকেটে ৩০ রানের জুটি গড়ে ভারতকে বড়সড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছেন অধিনায়ক ধোনি ও রবিচন্দ্রন অশ্বিন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলে ধোনি আউট হয়েছেন ১৮তম ওভারে। পরের ওভারের প্রথম বলে আশিস নেহরাকে বোল্ড করে ভারতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন অ্যাডাম মিল্ন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও পড়েছিল ব্যাটিং বিপর্যয়ের মুখে। শেষপর্যন্ত কোরি অ্যান্ডারসনের ৩৪, মিচেল সান্টনারের ১৮ ও লুক রনকির ২১ রানের ইনিংসে ভর করে স্কোরবোর্ডে জমা করেছে ১২৬ রান। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটাই কিউইদের সর্বনিম্ন স্কোর।