অ্যান্ডারসনের ব্যাটে নিউজিল্যান্ডের ১২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বের শুরুটাই হয়েছিল ছয় দিয়ে। অশ্বিনের করা ম্যাচের প্রথম বলেই ছয় হাঁকিয়েছিলেন মার্টিন গাপটিল। প্রথম ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করেছিল ১৩ রান। মনে হয়েছিল বেশ বড় সংগ্রহই গড়বে কিউইরা। কিন্তু ইনিংস শেষে দেখা গেল ভিন্ন চিত্র। একের পর এক উইকেট হারাতে হারাতে শেষপর্যন্ত স্কোরবোর্ডে ১২৬ রান সংগ্রহ করতে পেরেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটাই কিউইদের সর্বনিম্ন স্কোর।
টস জিতে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিনের প্রথম বলে ছয় মেরে দারুণভাবে শুরু করেছিলেন মার্টিন গাপটিল। কিন্তু তার পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে হয়েছে এই কিউই ওপেনারকে। মাঠের আম্পায়ার ভারতীয় ক্রিকেটারদের আবেদনে সাড়া দিলেও টিভি রিপ্লেতে অবশ্য দেখা গেছে যে সেটি আউট ছিল না। পরের ওভারে কলিন মুনরোকেও সাজঘরমুখী করেছেন আশিস নেহরা। তৃতীয় উইকেটে ২২ রানের জুটি গড়ে কিছুক্ষণ লড়াই চালিয়েছিলেন কেইন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসন। কিন্তু সপ্তম ওভারে উইলিয়ামসনকে আউট করেছেন সুরেশ রায়না। দ্বাদশ ওভারে রানআউটের ফাঁদে পড়েছেন রস টেলর (১০)। ৩৪ রান করে কিউইদের পক্ষে প্রায় একাই লড়ছেন অ্যান্ডারসন। শেষপর্যায়ে মিচেল সান্টনারের ১৮ ও লুক রনকির অপরাজিত ২১ রানের সুবাদে স্কোরটা কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে গেছে নিউজিল্যান্ড। ভারতের পক্ষে দারুণ বোলিং করেছেন জাসপ্রিত বুমরা ও সুরেশ রায়না। চার ওভার বল করে দুজনেই দিয়েছেন ১৫ রান। নিয়েছেন একটি উইকেট।
এ মাসের শুরুতে এশিয়া কাপের ফাইনালে শিরোপাজয়ী দল অপরিবর্তিত রেখেই টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। অন্যদিকে সবাইকে অবাক করে দিয়ে তিন তারকা পেসারকে দলের বাইরে রেখেছে নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মিচেল ম্যাকক্লেগান খেলছেন না ভারতের বিপক্ষে। কিউইরা দল গড়েছে তিন স্পিনার নিয়ে। অভিজ্ঞ নাথান ম্যাককালামের সঙ্গে আছেন ইশ সোধি ও মিচেল সান্টনার।
ভারত দল : রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা ও আশিস নেহরা।
নিউজিল্যান্ড দল : মার্টিন গাপটিল, কেইন উইলিয়ামসন, কোলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেলর, গ্রান্ট ইলিয়ট, মিচেল সান্টনার, লুক রনকি, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিল্ন ও ইশ সোধি।