‘যুক্তরাষ্ট্র চায়, শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন’
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন নেই। নির্বাচনের তারিখ ঘোষণার পরও যুক্তরাষ্ট্রের বার্তা একই। আর তা হলো শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় দেশটি।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, ‘বাংলাদেশে বিরোধী দলগুলোর বিক্ষোভ-প্রতিবাদ উপেক্ষা করে আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। রাজনৈতিক দলগুলো এ তফসিল প্রত্যাখ্যান করেছে। (বিরোধীদের ওপর সরকারের) দমন-পীড়ন অব্যাহত আছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে এবং বাংলাদেশ সরকারকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কী?’
জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের বার্তায় কোনো পরিবর্তন আসেনি। নির্বাচনের তারিখ ঘোষণার পরও যুক্তরাষ্ট্র একই বার্তা দিচ্ছে। বাংলাদেশের জনগণ যা চায়, যুক্তরাষ্ট্রও তা চায়। আর তা হলো–শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’
মুখপাত্র মিলার আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো একক রাজনৈতিক দলকে সমর্থন করে না। একদলের চেয়ে অন্য দলকে প্রাধান্য দেয় না। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানাই। শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।’