জামালপুরে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
জামালপুরের সরিষাবাড়ি রেলস্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। আজ রোববার (১৯ নভেম্বর) সকালে সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম বাদী হয়ে জামালপুর রেলওয়ে থানায় মামলাটি করেন।
সহকারী স্টেশন মাস্টার আব্দুস সালাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেন শনিবার দিনগত রাত ১টা ৭ মিনিটে সরিষাবাড়ি রেলস্টেশনে এসে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে রাত ১টা ১০ মিনিটে তারাকান্দির উদ্দেশে ট্রেন ছাড়লে পেছনের কামরায় আগুন দেখে আতঙ্কিত যাত্রীরা চিৎকার শুরু করেন। এ সময় চালক স্টেশনের অদূরেই ট্রেন থামিয়ে ফেলেন এবং যাত্রীরা নেমে পড়েন। পরে খবর পেয়ে সরিষাবাড়ি ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ট্রেনের দুটি বগি পুরোপুরি এবং আরেকটি বগি আংশিক ভস্মীভূত হয়।
আব্দুস সালাম বলেন, ‘নাশকতার উদ্দেশ্যেই অগ্নিসংযোগ করা হয়েছে। এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে।’
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, ‘সরিষাবাড়িতে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’