অধিনায়ক বাভুমাকে বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
টানা দেড় মাসের লড়াই শেষে পর্দা নেমেছে বিশ্বকাপের ২০২৩ আসরের। অংশগ্রহনকারী দলগুলো ব্যস্ত হয়ে পড়েছে দ্বিপাক্ষিক সিরিজ খেলায়। সেই ধারাবাহিকতায় ঘরের মাঠে ভারত সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
আজ সোমবার (৪ ডিসেম্বর) এক বিবৃতির মাধ্যমে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে সিএসএ। তারুণ্য-অভিজ্ঞতার মিশেলে বেশ ভারসাম্যপূর্ণ এক দল দিয়েছে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। তার বদলে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এইডেন মার্করামকে।
বিশ্বকাপের দল থেকে মোট পাঁচজন ক্রিকেটারকে বাদ দেওয়া হয়েছে ওয়ানডে দল থেকে। বাভুমা ছাড়া বাকিরা হলেন— জেরাল্ড কোয়েতজি, মার্কো জানসেন, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদা।
ওয়ানডে স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোর্জি, রেজা হেনরিকস, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, মিহলালি মঙ্গোয়ানা, উইয়ান মুল্ডার, অ্যান্ডিলে ফেলুকোয়ায়ো, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডাসেন, কাইল ভেরেইনি ও লিজ়ার্ড উইলিয়ামস।
টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিৎজ, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি, ডোনোভান ফেরেইরা, রেজা হেনরিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিলে ফেলুকোয়ায়ো, তাবরিজ শামসি, ট্রিস্টান স্টাবস ও লিজ়ার্ড উইলিয়ামস।
টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজে, টনি ডি জোর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন।
এই সফরে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। তাছাড়া ২ ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে দুই দল। আগামী ৬ ডিসেম্বর এই সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে দেশ ছাড়বে রোহিতরা।