দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়ে ঢাকায় দক্ষিণ আফ্রিকা দল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সকাল ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে পৌঁছায় প্রোটিয়ারা। দীর্ঘ ভ্রমণক্লান্তির কারণে আজ কোনো অনুশীলন নেই সফরকারীদের। আজ বিশ্রামেই কাটবে সফরকারী দলের। বৃহস্পতিবার থেকে শুরু হবে মাঠের অনুশীলন।
প্রথম টেস্টের আগে বড়সড় ধাক্কা খেয়েছে প্রোটিয়ারা। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। কনুইয়ের চোটে পড়ায় প্রথম টেস্ট তার সার্ভিস পাবে না দল। তবে, দ্বিতীয় টেস্টে তার ফেরার বিষয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট।
বাভুমার পরিবর্তে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম। আর বাভুমার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার ব্রেভিস। মিরপুরে সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ২১ অক্টোবর থেকে। আর ২৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছেড়ে যাবে প্রোটিয়ারা।
যদিও রাজনৈতিক পটপরিবর্তন কারণে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর ছিল অনিশ্চিত। গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো তাদের নিরাপত্তা প্রতিনিধিদল আসে বাংলাদেশে। তিন দিনের সেই সফরে ছিলেন দক্ষিণ আফ্রিকার অপারেশনস ম্যানেজার সিভুইলি এমকিংওয়ানা, স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞ ব্রায়ান খন্তো ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি ফারহান বেহারদিন। তাদের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই সফর নিশ্চিত করে বোর্ড।
সাউথ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, দ্বিতীয় টেস্ট), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটজকি, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (অধিনায়ক, প্রথম টেস্ট), ভিয়ান মুল্ডার, সেনুরান মুতুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা।