এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ইতিহাস
বাংলাদেশে বসেছিল ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার কংগ্রেস ও নির্বাচন। আজ শনিবার (৮ নভেম্বর) ঢাকায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসা এই কংগ্রেসে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সংস্থাটির সর্বোচ্চ পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কেউ।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে দুই মেয়াদে সংস্থাটির সহ-সভাপতি ছিলেন বাংলাদেশের কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এবার প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।
নির্বাচনে রাজিব উদ্দিনের বিপক্ষ প্রার্থী ছিলেন দক্ষিণ কোরিয়ার টমাস হান। কোরিয়ার হান এশিয়ান আরচারির বর্তমান সাধারণ সম্পাদক তিনি। হান বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি হুন্দাই গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তা।
তবে নির্বাচনে একছত্র আধিপত্য ছিল বাংলাদেশি রাজিব উদ্দিনের। দক্ষিণ কোরিয়ান এই প্রার্থীকে ২৯-৯ ভোটের ব্যবধানে হারিয়েছেন কাজী রাজিব।
বাংলাদেশি কাজী রাকিব উদ্দিন সর্বশেষ কমিটির সহ-সভাপতি ছিলেন। তাঁর হাত ধরে দুই যুগ আগে বাংলাদেশে আর্চারি খেলার যাত্রা শুরু হয়। ধীরে ধীরে বাংলাদেশের আর্চারি আন্তর্জাতিক অঙ্গনে জায়গা করে নেয়।
এশিয়ার আরচারির বিদায়ী কমিটির সভাপতি ছিলেন চুং। তবে এবারের নির্বাচনে তিনি প্রার্থী হননি। ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেসেও আসেননি তিনি। তার অবর্তমানে চপলই কংগ্রেসের সভাপতিত্ব করেন৷
তাঁর উদ্যোগেই এবার তৃতীয়বারের মতো ঢাকায় বসেছে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর। আজ জাতীয় স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ২৪তম আসরের। টুর্নামেন্টটির স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যানও তিনি।

স্পোর্টস ডেস্ক