ফের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন শান্ত
দল গঠনে সবার আগে মাঠে নামার গুঞ্জনটা ছিল নতুন মালিকানায় আসা রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ‘রাজশাহী ওয়ারিয়র্স’ এর। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছিলেন আলোচনায় থাকা সেই তানজিদ হাসান তামিম। বলেছিলেন, তার সঙ্গে কোনো আলোচনা হয়নি।
সেসব গুঞ্জন আর আলোচনার পর্ব শেষ করে তানজিদ হাসান তামিমই হলেন রাজশাহীর প্রথম সাইনিং। আজ রোববার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে সাইনিং অনুষ্ঠান করে তামিমের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী।
একই অনুষ্ঠানে প্রধান কোচও ঠিক করে ফেলেছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। অনূর্ধ্ব-১৯ দলের সাবেক কোচ হান্নান সরকার আগামী বিপিএলে রাজশাহীর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এবার তিনিই দিলেন রাজশাহীর বড় খবরটা।
আরও পড়ুনঃ চমক দিয়ে কোচ-ক্যাপ্টেন বাছাই করল রাজশাহী
হান্নান সরকার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন, শুধু তামিমই নয়, রাজশাহীর দ্বিতীয় সাইনিংটা আরও বড়। সাবেক টি-টোয়েন্টি দলের ও বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এর আগেই জানা গিয়েছিল, রাজশাহীর অধিনায়কের দায়িত্বও দেওয়া হবে শান্তকে।
শান্তকে দলে ভেড়ানোর কথা জানিয়ে হান্নান সরকার লিখেছেন, ‘তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি। আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।’
আরও পড়ুনঃ রংপুর রাইডার্সের দেশি কোটায় চমক
এর বাইরে দলটি বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও আলোচনা শুরু করেছে। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর বাইরে একজন লঙ্কান ক্রিকেটারের সঙ্গেও ফ্র্যাঞ্চাইজিটি আলোচনা চালাচ্ছে।
আরও পড়ুনঃ বিপিএলে যে দলের হয়ে খেলবেন সাইফ হাসান
রাজশাহীর বাইরে বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য দল পেয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। শুরুতে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

স্পোর্টস ডেস্ক