বিপিএল মাতাতে আসছেন আমির ও মেন্ডিস, নাম লেখালেন যে দলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরকে সামনে রেখে নতুন উদ্যমে দল গোছানো শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের আসরে নতুন নামে আত্মপ্রকাশ করছে সিলেট ফ্র্যাঞ্চাইজি, ‘সিলেট টাইটান্স’ নামে বিপিএল অংশ নিচ্ছে তারা। ইতোমধ্যেই তারা দলে টেনে নিয়েছে কয়েকজন দেশি-বিদেশি তারকা ক্রিকেটারকে এবং গঠন করেছে শক্তিশালী কোচিং প্যানেল।
সিলেট টাইটান্সে বিদেশি খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা মোহাম্মদ আমির এবং শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস। এ ছাড়া আসরের মাঝপথ থেকে দলটির হয়ে খেলার কথা রয়েছে ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীর ও আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইয়ের। দেশের একটি ক্রিকেট বিষয়ক অনলাইন সংবাদমাধ্যমে দলটির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চমক দিয়ে কোচ-ক্যাপ্টেন বাছাই করল রাজশাহী
ওমরজাই, মঈন ও আমির এর আগে বিপিএল খেলেছেন, তবে প্রথমবারের মতো বিপিএল খেলতে আসবেন লঙ্কান ব্যাটার মেন্ডিস।
দেশি ক্রিকেটারদের মধ্যে ইতোমধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে সিলেট। অলরাউন্ডার মিরাজকেই নেতৃত্বের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এছাড়া দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সোহেল ইসলাম। পেস বোলিং কোচ হিসেবে থাকছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল, আর ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন কিমস্লে রব।
আরও পড়ুন: রংপুর রাইডার্সের দেশি কোটায় চমক
গত সপ্তাহে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুরের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রামের মালিকানা গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের কাছে। নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহীর দায়িত্ব, ক্রিকেট উইথ সামি পরিচালনা করবে সিলেট ফ্র্যাঞ্চাইজিকে, আর ঢাকার মালিকানা গেছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক–হারল্যান) এর কাছে।
এবারের আসরে অংশ নেবে মোট পাঁচ দল। ইতোমধ্যে দলগুলোর নামও চূড়ান্ত করা হয়েছে -রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়েলস।

স্পোর্টস ডেস্ক