লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়
লা লিগায় রোববার রাতে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে প্রতিপক্ষ সেল্টা ভিগোর মাঠে রবার্ট লেভানদোভস্কির হ্যাটট্রিকে ৪–২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে এনেছে কাতালানরা।
এদিন ম্যাচের শুরু থেকেই ছিল রোমাঞ্চ। ম্যাচের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোভস্কি। কিন্তু সেল্টাও সমতায় ফিরতে সময় নেয়নি। পরের মিনিটেই সার্জিও কারেইরার গোলে সমতায় ফেরে সেল্টা।
আরও পড়ুন: ৮৯৪ দিন পর ঘরে ফিরল বার্সেলোনা
এরপর ম্যাচের ৩৭তম মিনিটে র্যাশফোর্ডের ক্রস থেকে বক্সের ভেতর নিখুঁত ভলিতে দলকে এগিয়ে নেনন অভিজ্ঞ পোলিশ তারকা। তবে বিরতির আগেই ৪৩ তম মিনিটে ইগলেসিয়াসের দূরপাল্লার শটে আবারও সমতায় ফেরে স্বাগতিকরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে লামিনে ইয়ামালের নিচু শটে ৩–২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। বক্সে র্যাশফোর্ডের কাট-ব্যাক প্রতিপক্ষের পায়ে লেগে পেয়ে যান ইয়ামাল। এরপর নিচু শটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান ১৮ বছর বয়সী ফুটবলার।
বিরতি থেকে ফিরে ম্যাচের দ্বিতীয়ার্ধে পুরো নিয়ন্ত্রণ নেয় ফ্লিকের দল। ৭৩তম মিনিটে র্যাশফোর্ডের কর্নার থেকে হেড করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানদোভস্কি। এতেই ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করেন দলের বড় জয়।
যদিও দুটি গোলে সরাসরি অবদান রেখেও নিজে গোল পাননি র্যাশফোর্ড, তবে তার পারফরম্যান্সে মুগ্ধ হয় সবাই। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রেংকি ডি ইয়ং। বিলবাওয়ের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না এই ডাচ মিডফিল্ডার।
আরও পড়ুন: রোনালদোর দাবি, স্পেনে গোল করা সৌদি লিগের চেয়ে সহজ
বার্সেলোনা পুরো ম্যাচে প্রায় ৬২ শতাংশ সময় বলের দখলে রাখে এবং ২১টি শট নেয়, যার ৯টি ছিল লক্ষ্যে। অপরদিকে সেল্তার ৫ শটের ৩টি ছিল লক্ষ্যে।
এই জয়ে ১২ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ২৮। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ, যারা একই দিনে আগেই রায়ো ভাইয়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ নভেম্বর ঘরের মাঠে আথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক