বড় জয়ে ক্যাম্প ন্যু-তে প্রত্যাবর্তন রাঙালো বার্সেলোনা
আড়াই বছরের অপেক্ষা শেষে ক্যাম্প ন্যুতে ফিরেই দুর্দান্ত এক রাত উপহার দিল বার্সেলোনা। অ্যাথলেটিক বিলবাওকে ৪–০ গোলে হারিয়ে নিজেদের ঘরের মাঠের প্রত্যাবর্তন রাঙালো কাতালান ক্লাবটি।
গতকাল শনিবার (২২ নভেম্বর) বার্সার ক্যাম্প ন্যু-তে প্রত্যাবর্তনের ম্যাচে উপস্থিত ছিলেন ৪৫ হাজার দর্শক। সংস্কার কাজের কারণে স্টেডিয়ামটির পুরো গ্যালারির এখনো খুলে দেওয়া হয়নি। আগামী মৌসুমে ১ লাখ ৫ হাজার দর্শক ধারণক্ষমতা নিয়ে নতুন রূপে দাঁড়াবে ক্যাম্প ন্যু।
ঘরের মাঠে ম্যাচ শুরুর চার মিনিটেই বার্সেলোনাকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লামিনে ইয়ামালের পাস ধরে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস। ইয়ামাল চোট কাটিয়ে ফিরে গোল করতে না পারলেও দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচের ৪৮তম মিনিটে এরিক গার্সিয়ার সহায়তায় তৃতীয় গোলটি করেন ফারমিন লোপেজ। ম্যাচের ৫৪তম মিনিটে মিডফিল্ডার সানচেত লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় বিলবাও।
এরপর শেষ সময়ে ৯০তম মিনিটে মাঝমাঠ থেকে ইয়ামালের দারুণ এক পাস ধরে নিজের দ্বিতীয় গোলটি করেন ফেরান।
পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখলে রেখে ১৯টি শট নেয় বার্সেলোনা, যার সাতটি ছিল লক্ষ্যে। বিলবাওয়ের নেওয়া ১৩টি শটের দুটি ছিল লক্ষ্যে। এই জয়ে লা লিগায় বিলবাওয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল বার্সা।
বিলবাওকে হারিয়ে লা লিগায় ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে হান্সি ফ্লিকের দল। সমান পয়েন্ট হলেও এক ম্যাচ কমে খেলে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক