ঘরের মাঠে রিয়ালকে রুখে দিল ভায়েকানো
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের মাঠে হারের রেশ কাটতে না কাটতেই লা লিগায়ও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে আক্রমণে দাপট দেখালেও বল জালে জড়াতে পারেনি শাবি আলোনসোর শিষ্যরা। গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে রায়ো ভায়েকানোর মাঠে গোলশূন্য ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এই মৌসুমে অপ্রতিরোধ্য রিয়ালকে রুখে দিয়ে একরকম চমকই দেখিয়েছে ভায়েকানো।
পুরো ম্যাচ জুড়ে বল দখলে এগিয়ে থেকেও জালের দেখা পেল না রিয়াল। ৫৪ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখেছিল তারা, ২১টি শটও নিলেও লক্ষ্যে রাখতে সক্ষম হয় মাত্র ৫টি। বিপরীতে, স্বাগতিক ভায়েকানো ১৩ শটের মধ্যে মাত্র দুটি শট লক্ষ্যে রাখে।
আরও পড়ুন : লেভানদোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়
ম্যাচের শুরু থেকেই রিয়াল আক্রমণাত্মক ফুটবল খেলে। তৃতীয় মিনিটেই আর্দা গুলারের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ভায়েকানোর গোলরক্ষক অগুস্তো বাতাইয়া। এরপর একের পর এক প্রচেষ্টা নিয়েও গোলের দেখা মেলেনি।
২০ তম মিনিটে বড় সুযোগ নষ্ট করেন ভায়েকানোর আন্দ্রেই রাতুই। গোলমুখে সতীর্থ ফাঁকা থাকলেও নিজেই শট নেন থিবো কোর্তোয়ার দিকে।
বিরতির পর দুই দলই আরও গতি আনে খেলায়। ৫০তম মিনিটে ভায়েকানোর জর্জ দে ফ্রুতোসের শট যায় বাইরে। আর ৫৫ মিনিটে জুড বেলিংহামের প্রচেষ্টা দারুণভাবে রুখে দেন বাতাইয়া। এরপর ৬৯ তম মিনিটে ফেদে ভালভের্দের দূরপাল্লার শটও ঠেকিয়ে দেন এই আর্জেন্টাইন গোলরক্ষক।
আরও পড়ুন : রোনালদোর দাবি, স্পেনে গোল করা সৌদি লিগের চেয়ে সহজ
শেষ মুহূর্তে এদার মিলিতাও হেড থেকে জয়ের সুযোগ পেলেও, আবারও প্রতিরোধে দাঁড়ান বাতাইয়া, যিনি নিঃসন্দেহে এই ম্যাচের সেরা পারফর্মার। যোগ করা সময়ে গুলারের শেষ চেষ্টা প্রতিপক্ষের গায়ে লেগে বাইরে চলে গেলে নিশ্চিত হয় গোলশূন্য ড্র।
১২ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। পরের ম্যাচে ২৪ নভেম্বর এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।

স্পোর্টস ডেস্ক