পাঁচ হলুদ কার্ড ও এক লাল কার্ড, এল ক্লাসিকোর শেষে যা ঘটেছিল
সান্তিয়াগো বার্নাব্যুতে গতকালের (২৬ অক্টোবর) এল ক্লাসিকো ছিল নাটকীয়তা আর উত্তেজনায় ভরা। মাঠে যেমন হাড্ডাহাড্ডি লড়াই, তেমনি ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে এবং পরে তৈরি হয় এক উত্তপ্ত পরিস্থিতি। রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয় ছাপিয়ে আলোচনায় এখন ম্যাচ-পরবর্তী হাতাহাতি ও বাকবিতণ্ডা।
এল ক্লাসিকোর আগেই থেকেই মূলত উত্তেজনাটা ছড়িয়েছেন লামিনে ইয়ামাল। রিয়াল চুরি আর অভিযোগ করে বলে মন্তব্য করেছিলেন বার্সেলোনার এই তরুণ তারকা। এই মন্তব্য ক্ষেপিয়ে দিয়েছিল পুরো রিয়াল শিবিরকে। ম্যাচ শুরু হওয়ার পর থেকেই বার্নাব্যুতে যখনই ইয়ামাল বল ছুঁয়েছেন, তখনই গ্যালারিতে উঠেছে প্রবল দুয়োধ্বনি।
ম্যাচের শেষ দিকে ঘটনাগুলো আরও নাটকীয় মোড় নেয়। যোগ করা সময়ের দশম মিনিটে রিয়ালের মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনার পেদ্রি। স্প্যানিশ এই মিডফিল্ডার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখেছেন এই ম্যাচে।
আর এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের ডাগআউটে। তখনই রিয়াল ও বার্সার কোচিং স্টাফ ও বদলি খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। রেফারি রিয়ালের গোলরক্ষক আন্দ্রি লুনিনকে সতর্ক করেন, আর বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে বেঞ্চে থেকেই দেখেন হলুদ কার্ড।
আরও পড়ুন: উত্তেজনায় ঠাসা মৌসুমের প্রথম ক্লাসিকো রিয়াল মাদ্রিদের
এরপর খেলা যখন শেষ বাঁশির দিকে এগোচ্ছে, মাঠে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচ শেষে রিয়ালের দানি কারভাহাল বার্সার তরুণ সতীর্থ ইয়ামালের দিকে হাতের ইশারায় কিছু বলেন—স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, কারভাহাল তাকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি বেশি কথা বলো, এখন বলো দেখি!’ সেই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ইয়ামাল এগিয়ে গেলে তাকে থামিয়ে দেন রিয়ালের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা।
ঠিক তখনই হঠাৎ ঘটনাস্থলে ছুটে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। টানেলে ঢুকে যাওয়ার পরও তিনি আবার মাঠে ফিরে এসে ইয়ামালের দিকে তেড়ে যান। তাকে থামাতে এগিয়ে আসে রিয়ালের স্টাফ ও সতীর্থরা। স্প্যানিশ টিভি ফুটেজে দেখা গেছে, ভিনিসিয়ুস তখন ইয়ামালকে উদ্দেশ্য করে বলেন, ‘তুমি তো ব্যাক পাস ছাড়া কিছুই করোনি!’
অল্প সময়ের মধ্যেই উভয় দলের খেলোয়াড়রা জড়ো হয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে রিয়াল গোলরক্ষক লুনিন আক্রমণাত্মকভাবে বেঞ্চ ছেড়ে ইয়ামালের দিকে ছুটে যান এবং পরে তাকে তার সতীর্থরা ধরে রাখেন। রেফারি লুনিনকে সরাসরি লাল কার্ড দেখান। এছাড়া রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এদার মিলিতাও ও বার্সার ফেরান তোরেস, আলেহান্দ্রো বালদে মোট পাঁচজন খেলোয়াড় দেখেন হলুদ কার্ড।
ম্যাচ শেষে বার্সা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, ‘আমি পুরো ঘটনা দেখিনি, তখন বেঞ্চে ছিলাম। শুধু দেখলাম অনেক লোক এক জায়গায় জড়ো হয়েছে। রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা ইয়ামালের দিকে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে।’
মাঠের সব বিশৃঙ্খলার মধ্যেও এমবাপ্পে ও বেলিংহামের গোলে ২-১ ব্যবধানে জিতে তারা লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। ১০ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ২৭, বার্সেলোনার থেকে ৫ পয়েন্টে এগিয়ে তারা।

স্পোর্টস ডেস্ক