রদ্রিগোর গোলে আপাতত রক্ষা পেলেন আলোনসো
আলাভেসের বিপক্ষে ম্যাচের আগে রাজ্যের চাপ ছিল রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোর ওপর। স্পেনজুড়ে গুঞ্জন- এ ম্যাচে হারলেই ছাঁটাই হবেন তিনি। আপাতত সেখান থেকে আলোনসোকে বাঁচিয়ে দিয়েছেন রদ্রিগো। এমবাপ্পের দেখানো পথ ধরে, রিয়ালকে স্বস্তির জয় এনে দিয়েছেন তিনি।
রোববার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হয়েছিল রিয়াল। ম্যাচটিতে ২-১ গোলে জয় তুলে নিয়েছে রিয়াল। এ জয়ে ১৭ ম্যাচ খেলে ১২ জয় ও তিন ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।
সম্প্রতি সময়টা ভালো যাচ্ছিল না লস ব্লাঙ্কোদের। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ আট ম্যাচের মাত্র দুটিতে জয় পেয়েছিল আলোনসোর দল। এর ওপর সর্বশেষ দুই ম্যাচে ঘরের মাঠেও হেরে বসে তারা। তাই এ ম্যাচে জয় পাওয়ার চ্যালেঞ্জটা অনেক বেশি ছিল রিয়ালের জন্য।
প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ম্যাচ জমে ওঠে আক্রমণ-পাল্টা আক্রমণে। সেটিকে কাজে লাগিয়ে ২৪ মিনিটে এগিয়ে যায় রিয়াল। মাঝমাঠ থেকে জুড বেলিংহ্যামের বাড়ানো বল ধরে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বক্সে ঢুকে গোলটি করেন এমবাপ্পে।
এই গোলের মাধ্যমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করলেন এমবাপ্পে। চলতি মৌসুমে ১৭ ম্যাচ খেলে ১৭ গোল করলেন তিনি। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে এমবাপ্পের গোল হলো ২৬টি।
ম্যাচের ৬৮ মিনিটে সমতা ফেরায় আলাভেস। বদলি নামার পরের মিনিটেই দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন কার্লোস ভিনসেন্তে। লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তুললেও, ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত।
আবারও যখন শঙ্কা তৈরি হয় রিয়াল মাদ্রিদের, তখন ত্রাতা হয়ে আসেন রদ্রিগো। ম্যাচের ৭৬তম মিনিটে ভিনিসিয়াসের পাসে ছুটে গিয়ে কাছ থেকে স্লাইডে বল জালে পাঠিয়ে রিয়ালকে লিড এনে দেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। লা লিগায় ১১ মাসের মধ্যে প্রথম গোলের দেখা পেলেন রদ্রিগো।

স্পোর্টস ডেস্ক