পয়েন্টের সঙ্গে শীর্ষস্থানও হারাল রিয়াল
লা লিগায় রীতিমতো উড়ছিল রিয়াল মাদ্রিদ। হঠাৎ ছন্দপতন। টানা তিন ম্যাচে জয়ের মুখ দেখেনি দলটি। সোমবার (১ ডিসেম্বর) আবারও ড্র করেছে তারা। লিগের ১৪তম ম্যাচে জিরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাংকোরা।
জিরোনার মাঠ স্তাদিও মন্তিলিতে অবশ্য বল দখল কিংবা আক্রমণ, সবদিকে এগিয়ে ছিল রিয়ালই। স্রোতের বিপরীতে ৪৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। আজেদিন ওনাহির গোলে লিড নেয় জিরোনা। দ্বিতীয়ার্ধে রিয়ালকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ফরাসি তারকা।
ম্যাচের বাকি সময় আক্রমণ করেছে রিয়াল। কিন্তু, গোল পাওয়া হয়নি। গোটা ম্যাচে জিরোনার গোলমুখে ২৪টি শট নিয়েছে রিয়াল, যার পাঁচটি অন টার্গেট। সেই হিসেবে আক্রমণ কম করলেও অন টার্গেটে কাছাকাছি ছির জিরোনা। ১০টি শটের বিপরীতে লক্ষ্য বরাবর তারা রেখেছে চারটি শট।
এই ড্রয়ে লিগ টেবিলে দুইয়ে নেমেছে শাবি আলোনসোর শিষ্যরা। ১৪ ম্যাচ শেষে ১০ জয়, তিন ড্র ও এক হারে রিয়ালের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে ১১ জয়, এক ড্র ও দুই হারে বার্সেলোনার পয়েন্ট ৩৪।

স্পোর্টস ডেস্ক