কবে দেশে আসছেন হামজা-শমিত
নভেম্বর উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
এই ম্যাচ দুটির জন্য বাংলাদেশের লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। বাংলাদেশ দল অনুশীলনও শুরু করে দিয়েছে কয়েকদিন আগে থেকেই। দেশের ফুটবল সমর্থকদের মনে উঁকি দিচ্ছে, সেই ম্যাচ খেলতে কবে বাংলাদেশে আসবে হামজা?
আজ রোববার (৯ নভেম্বর) জাতীয় দলের অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। তিনি জানান, হামজা আগামীকাল সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় নামবেন, আর আরেক খেলোয়াড় শমিত সোম আসবেন ১১ নভেম্বর রাত ১২টার দিকে।
নেপাল ম্যাচে হামজা খেলবেন কি না—এটি কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
এর আগে গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলে ড্র করায় এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গেছে। এখন পর্যন্ত চার ম্যাচে দুটি ড্র ও দুটি হারের মুখ দেখেছে দলটি। ভারতের বিপক্ষে আসন্ন ম্যাচটি হবে বাছাইপর্বে তাদের পঞ্চম ম্যাচ।
বর্তমানে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় ফুটবল দলের অনুশীলন হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

স্পোর্টস ডেস্ক