জাহানারার ঘটনা নিয়ে যা বললেন আমিনুল
বর্তমানে দেশের ক্রীড়াঙ্গনের আলোচিত বিষয় নারী ক্রিকেটার জাহানারা আলমের সাক্ষাৎকার। যেখানে তিনি জাতীয় দলে খেলাকালীন তাকে যৌন হয়রানির অভিযোগ করেন। এরপর আরও দুয়েকজন সাবেক ক্রিকেটার একই অভিযোগ তুলেন। যেগুলো নাড়িয়ে দিয়েছে দেশের ক্রীড়াঙ্গন।
এসব ঘটনার তদন্তে ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিব)। আজ রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের উদ্বোধনী দিনের কার্যক্রম শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
বিসিবির তদন্ত কমিটি কতটুকু স্বাধীনভাবে কাজ করতে পারবেন সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে আমজাদের বিশ্বাস স্বাধীনভাবেই কাজ করবে তদন্ত কমিটি।
আমজাদ বলেন, ‘আপনারা জানেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ইন্টারভিউ প্রকাশ হয়েছে। সেটি আমাদের সবাইকে দারুণভাবে আলোড়িত করেছে। ভিডিওটি খতিয়ে দেখার পর আমরা ক্রিকেট বোর্ড থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটির নেতৃত্বে আছেন আপিল বিভাগের একজন অবসরে যাওয়া বিচারপতি। কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে।’
বিসিবির গঠিত তিন সদস্যের কমিটির একজন বিসিবি পরিচালক রুবাবা দৌলা। কমিটিতে বিসিবির পরিচালক থাকায় অনেকেই অনেক কথা বলছেন। তবে কোনো তদন্ত কমিটিতে তাকে রাখা হয়েছে সেটি জানালে বিসিবি সভাপতি বুলবুল।
বুলবুল বলেন, ‘রুবাবা আমাদের একমাত্র নারী পরিচালক। এই তদন্ত কমিটি গঠনের মূল উদ্দেশ্যই ছিল স্বাধীনভাবে অনুসন্ধান করা। কমিটিতে একজন বোর্ড-প্রতিনিধি থাকা উচিত, কারণ বোর্ডের প্রয়োজনীয় তথ্য তাকেই সরবরাহ করতে হয়।’
তবে বোর্ডে কেউ লিখিত অভিযোগ দেয়নি জানিয়ে বিসিবি সভাপতি বুলবুল আরও বলেন, ‘ঘটনাটা ২০২১–২২ সালের; আমাদের জানা মতে তখন বিষয়টি নিষ্পত্তি হয়েছিল। এরপর ক্রিকেট বোর্ডে কেউ লিখিত বা আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করেনি। আমরা মিডিয়ার মাধ্যমে কিছু বিষয় জেনেছি, তবুও আমরা তদন্ত কমিটি করেছি।’
তদন্ত কমিটিতে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে মিডিয়া পরিচালক আমজাদ বলেন, ‘বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে তারা তদন্ত শেষ করে একটি প্রতিবেদন ও মতামত দেবে। তার একটি কপি বিসিবি এবং জাতীয় ক্রীড়া পরিষদের কাছে জমা দেওয়া হবে। সেই প্রতিবেদন পাওয়ার পর আমরা বাকি প্রক্রিয়া সম্পন্ন করে সিদ্ধান্ত নেব, কীভাবে এবং কোন ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই নির্ধারিত হবে।’
জাহানারার পর অভিযোগ তুলেছেন আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। সেসব অভিযোগও খতিয়ে দেখার কথা জানিয়ে আমজাদ বলেন, ‘কমিটিতে থাকা সদস্যরা অত্যন্ত অভিজ্ঞ, তারা জাহানারা আলমের বিষয়টি ছাড়াও সাম্প্রতিক সময়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোও স্বাধীনভাবে তদন্ত করবেন, প্রতিবেদন ও মতামত দেবেন, এবং আমরা সেই প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
যেকোনো ধরনের হয়রানিতে বোর্ডের জিরো টলারেন্সের কথা জানিয়ে আমজাদ বলেন, ‘যে কোনো ধরনের হয়রানি… মৌখিক, শারীরিক, মানসিক বা সাইবার, এসবের বিপরীতে আমাদের বোর্ডের জিরো টলারেন্স রয়েছে। আমরা কোনো রকম ছাড় দেব না এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

স্পোর্টস ডেস্ক