ঘরের মাঠে রাজশাহীকে চ্যালেঞ্জ জানাল সিলেট
মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ভিন্নতা এসেছে এবারের আসরে। প্রতিবারের মতো ঢাকা নয়, টুর্নামেন্ট শুরু হয়েছে সিলেট দিয়ে। প্রথম ম্যাচে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) লড়াইয়ে নেমেছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী। ২০ ওভারে ৫ উইকেটে রাজশাহীর সংগ্রহ ১৯০ রান।
উদ্বোধনী জুটিতে ভালো শুরু এনে দেন রনি তালুকদার ও সাইম আইয়ুব। ৪.১ ওভারে আসে ৩৬ রান। ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ২৮ করে থামেন আইয়ুব। বিনুরা ফার্নান্দোর বলে ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। অপর ওপেনার রনি তালুকদারকে বোল্ড করে সন্দ্বীপ লামিচানে। ৩৪ বলে চারটি চারে ৪১ রান আসে রনির ব্যাট থেকে।
ওয়ানডাউনে নামা হযরতউল্লাহ জাজাই ১৮ বলে ২০ করে শিকার হন লামিচানের। চতুর্থ উইকেটে ক্রিজে আসেন পারভেজ হোসেন ইমন। পাদপ্রদীপের সবটুকু আলো নিজের দিকে টেনে নেন তিনি। রাজশাহীর বোলারদের শাসিয়ে চার-ছক্কার ফুলঝুরি ছোটান। ৩৩ বলে চারটি চার ও পাঁচটি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন ইমন।
ইমনের সঙ্গে জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব। চতুর্থ উইকেটে আসে ৮৬ রান। ইনিংসের এক বল বাকি থাকতে রান আউট হন আফিফ। এর আহগে ঝড় তোলেন মাঠে। ১৯ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৩ রান করেন আফিফ। ইনিংসের শেষ বলে লেগবিফোরের ফাঁদে পড়েন ইথান ব্রুকস, তাকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব।
রাজশাহীর পক্ষে লামিচানে দুটি এবং ফার্নান্দো ও সাকিব নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
সিলেট টাইটান্স : ২০ ওভারে ১৯০/৫ (সাইম ২৮, রনি ৪১, জাজাই ২০, আফিফ ৩৩, ইথান ০, ইমন ৬৫*; মেহরব ৪-০-৩৪-০, বিনুরা ৪-০-৩১-১, সাকলাইন ৩-০-৩৩-০, লামিচানে ৪-০-৩৮-২, নাওয়াজ ১-০-৯-০, সাকিব ৪-০-৪৩-১)

স্পোর্টস ডেস্ক