বিপিএল শুরুর আগমুহূর্তে সবগুলো দলের স্কোয়াড
গত কয়েকদিন ধরে দেশের ক্রিকেট পাড়ায় ‘টক অব দ্যা টেবিল’ বিপিএলের দ্বাদশ আসর। যেমন নতুনত্ব আছে, তেমনি আছে নানা বিতর্কও। শেষ মুহূর্তে বদলেছে চট্টগ্রাম রয়্যালসের মালিকানাও। খেলতে আসছে না দলটির তিন বিদেশি ক্রিকেটার। এছাড়াও বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে সিলেট টাইটান্সের দুই বিদেশি ক্রিকেটার।
অন্যদিকে, দলের শক্তি বাড়াতে নিলামের পরে বেশ কিছু বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবমিলিয়ে বেশ পরিবর্তন এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াডে। শেষ পর্যন্ত আপনার প্রিয় দলের স্কোয়াড কেমন হলো দেখে নিন সেটি-
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াড
দেশি ক্রিকেটার : নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, আব্দুল গাফ্ফার সাকলাইন, মেহরাব হোসেন, হাসান মুরাদ, রবিউল হক, ওয়াসি সিদ্দিকী, শাকির এইচ শুভ্র, মোহাম্মদ রুবেল।
বিদেশি ক্রিকেটার : শাহিবজাদা ফারহান (পাকিস্তান), মোহাম্মদ নাওয়াজ (পাকিস্তান), হোসাইন তালাত (পাকিস্তান), বিনুরা ফার্নান্দো (শ্রীলঙ্কা), জিমি নিশাম (নিউজিল্যান্ড), সন্দীপ লামিচানে (নেপাল), জাহানদাদ খান (পাকিস্তান) ও দাসুন হেমন্থ (শ্রীলঙ্কা)।
চট্টগ্রাম রয়্যালসের স্কোয়াড
দেশি ক্রিকেটার : শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, শরিফুল ইসলাম, আবু হায়দার রনি, মাহমুদুল হাসান জয়, সুমন খান, জিয়াউর রহমান, আরাফাত সানি, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, সালমান হোসেন ও জাহিদুজ্জামান খান।
বিদেশি ক্রিকেটার : ক্যামেরন ডেলপোর্ট (দক্ষিণ আফ্রিকা), মির্জা তাহির বেগ (পাকিস্তান), কামরান গুলাম (পাকিস্তান)।
সিলেট টাইটান্সের স্কোয়াড
দেশি ক্রিকেটার : মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহিদুল ইসলাম, রাহাতুল ফেরদৌস জাবেদ ও তৌফিক খান তুষার।
বিদেশি ক্রিকেটার : মোহাম্মদ আমির (পাকিস্তান), সাইম আইয়ুব (পাকিস্তান), সালমান ইরশাদ (পাকিস্তান), আজমুতল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ইথান ব্রুকস (ইংল্যান্ড), হজরতুল্লাহ জাজাই (আফগানিস্তান), মঈন আলি (ইংল্যান্ড)।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
দেশি ক্রিকেটার : সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
বিদেশি ক্রিকেটার : জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), মাজ সাদাকাত (পাকিস্তান), জাহির খান (আফগানিস্তান), ইবরার আহমেদ (আরব আমিরাত), বিলাল সামি (আফগানিস্তান), সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান)।
রংপুর রাইডার্সের স্কোয়াড
দেশি ক্রিকেটার : নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানা, মাহমুদউল্লাহ রিয়াদ, রাকিবুল হাসান জুনিয়র, আলিস আল ইসলাম, নাঈম হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান সোহাগ, আব্দুল হালিম।
বিদেশি ক্রিকেটার : কেইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড মালান (ইংল্যান্ড), খাজা নাফে (পাকিস্তান), সুফিয়ান মুকিম (পাকিস্তান), ফাহিম আশরাফ (পাকিস্তান), ইখতেখার আহমেদ (পাকিস্তান), খুশদিল শাহ (পাকিস্তান), আকিফ জাভেদ (পাকিস্তান), ইমিলিও গে (ইতালি), মোহাম্মদ আখলাক।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড
দেশি ক্রিকেটার : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), তাসকিন আহমেদ, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, নাসির হোসেন, তোফায়েল আহমেদ, ইরফান শুক্কুর, আব্দুল্লাহ আল মামুন, মারুফ মৃধা, জায়েদ উল্লাহ, মইনুল ইসলাম।
বিদেশি ক্রিকেটার : উসমান খান (পাকিস্তান), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), দাসুন শানাকা (শ্রীলঙ্কা), রহমানুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), জুবাইরউল্লাহ আকবরী (আফগানিস্তান), ইমাদ ওয়াসিম (পাকিস্তান), ওডিন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), জিয়াউর রহমান শরিফি (আফগানিস্তান), চৌধুরী শের আলী (সুইডেন), মোহাম্মদ আরিফ হোসেন (সুইডেন)।

স্পোর্টস ডেস্ক