ঢাকাকে বড় লক্ষ্য দিতে ব্যর্থ রাজশাহী
আগের দিন অভিন্ন পিচে দারুণ করেছিল রাজশাহী ক্যাপিটালস। ১৯০ রান তাড়া করে জয় পায় দলটি। তবে, আজ শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি রাজশাহীর ব্যাটাররা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে রাজশাহীর সংগ্রহ ১৩২ রান।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাজেভাবে শুরু হয় রাজশাহীর। ইনিংসের প্রথম বলে ইমাদ ওয়াসিমের ডেলিভারিতে স্ট্যাম্পিং হন সাহিবজাদা ফারহান। রানের খাতা খোলার আগে উইকেট হারানো রাজশাহী দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে। তানজিদ হাসান তামিম বিদায় নেন ১৫ বলে ২০ রানে, শিকার হন নাসির হোসেনের।
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন ২৮ বলে ৩৭ রান করেন। তাকেও সাজঘরের পথ দেখান ইমাদ ওয়াসিম। মুশফিকুর রহিমের ২৩ বলে ২৪ রানের ইনিংসটি থামে নাসিরের বলে। লোয়ার অর্ডারে ভালো করতে পারেনি কেউই। মোহাম্মদ নাওয়াজের ২৬ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে ভর দিয়ে ১৩০ ছাড়ানো সংগ্রহ পায় রাজশাহী।
ঢাকার পক্ষে ১৬ রানে ৩ উইকেট নেন ওয়াসিম। ৩২ রানে ২ উইকেট পান নাসির।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৩২/৮ (ফারহান ০, তামিম ২০, শান্ত ৩৭, ইয়াসির ১৩, মুশফিক ২৪, মেহেরব ০, নাওয়াজ ২৬*, সাকলাইন ৫, সাকিব ৩, লামিচানে ০*; ওয়াসিম ৪-০-১৬-৩, মির্জা ৪-০-১৭-১, নাসির ৪-০-৩২-২, জিয়াউর ৪-০-৩৫-১, সাইফউদ্দিন ৪-০-৩০-১)

স্পোর্টস ডেস্ক