মাঠে হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে ঢাকার কোচ
মাঠে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করানো হয় ঢাকা ক্যাপিটালসের ঢাকার সহকারি কোচ মাহবুব আলী জাকিকে। সেখান থেকে আর জীবিত ফেরেননি। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটের আল হারামাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বিপিএলে মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ফ্র্যাঞ্চাইজিটি। খেলা শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন সহকারি কোচ জাকি। অসুস্থ অবস্থায় জাকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তিনি খেলোয়াড়দের সঙ্গে ওয়ার্ম আপে ছিলেন। অনুশীলনের মাঝে মাঠেই হার্ট অ্যাটাক করেন।
বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি ক্যারিয়ার শেষে কোচিংয়ে নামেন। ঘরোয়া পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। মাশরাফি-তাসকিন আহমেদদের নিয়েও কাজ করেছেন তিনি। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলেও ছিলেন জাকি।
টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ঢাকা। খেলার মাঝপথে দলটিতে নেমে এসেছে শোকের ছায়া। শুধু ঢাকায় নয়, দেশের ক্রিকেটাঙ্গনেই নেমেছে শোকের ছায়া।

স্পোর্টস ডেস্ক