মাঠে অসুস্থ হয়ে পড়লেন ঢাকার কোচ
বিপিএলে আজ শনিবার (২৭ ডিসেম্বর) মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল ফ্র্যাঞ্চাইজিটি। খেলা শুরুর আগে অসুস্থ হয়ে পড়েন ঢাকার সহকারি কোচ মাহবুব আলী জাকি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ।
অসুস্থ অবস্থায় জাকিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তিনি খেলোয়াড়দের সঙ্গে ওয়ার্ম আপে ছিলেন। অনুশীলনের মাঝেই অস্বস্তি অনুভব করেন। ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাক করেছেন। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসার পর বিস্তারিত জানা যাবে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে রাজশাহী ক্যাপিটালসকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ঢাকার দলপতি মোহাম্মদ মিঠুন।
টসের পর মিঠুন বলেন, ‘গত ম্যাচে আমরা দেখেছি, এটা খুবই ভালো উইকেট। তাছাড়া, এটি আমাদের প্রথম ম্যাচ। আমরা দেখতে চাই উইকেট কেমন আচরণ করে। সেই অনুযায়ী ব্যাটিং করব।’

স্পোর্টস ডেস্ক