সিলেটের বিপক্ষে রংপুরের কোনোমতে ১০০ ছাড়ানো পুঁজি
বিপিএলে ইতোমধ্যে ৭ ম্যাচ খেলে ফেলেছে রংপুর রাইডার্স, কিন্তু এখনো কম্বিনেশন খুঁজে পাচ্ছে না তারা। এরপর ওপর নতুন করে ভর করেছে ব্যাটিং ব্যর্থতা। সিলেট টাইটান্সের বিপক্ষে সেটি আরও প্রবল আকার ধারণ করেছে। এতে কোনোমতে ১০০ ছাড়ানো পুঁজি পেয়েছে রংপুর।
আজ সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে অলআউট হওয়ার আগে ১১৪ রান সংগ্রহ করেছে রংপুর।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। দ্রুতই ফিরে যান দুই ওপেনার তাওহিদ হৃদয় আর কেইল মায়ার্স। তিন নম্বরে নামা লিটন দাস দারুণ শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ২২ রান করে শহিদুল ইসলামের বলে ফেরেন তিনি।
এরপর রংপুরের দুই পাকিস্তানি অলরাউন্ডার ইফতেখার আহমেদ আর খুশদিল শাহ দায়িত্বশীল ব্যাটিংয়ে কিছুটা আশার আলো দেখান। কিন্তু তারাও ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ১৭ রানে ফেরেন ইফতেখার আর ২৪ বলে ৩০ রানে খুশদিল।
অধিনায়ক নুরুল হাসান সোহানও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। ১১ বলে ৯ রান করে রংপুরকে আরও বিপদে ফেলে ফেরেন। এরপর স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে ছিলেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ।
একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন মাহমুদউল্লাহ। শেষ ওভারের প্রথম বলে শেষ ব্যাটার হিসেবে আউট হয়ে ফেরেন তিনি। এর আগে ২৩ বলে করেন ২৯ রান।
সিলেটের হয়ে যৌথভাবে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন নাসুম আহমেদ আর শহিদুল ইসলাম। ২টি উইকেট শিকার করেন মঈন আলী। একটি উইকেট যায় সালমান ইরশাদের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ১৯.১ ওভারে ১১৪/১০ (হৃদয় ৪, মায়ার্স ০, লিটন ২২, ইফতেখার ১৭, খুশদিল ৩০, সোহান ৯, নাঈম ২, সুফিয়ান ০, মুস্তাফিজ ০, মাহমুদউল্লাহ ২৯, নাহিদ ০*; মঈন ৪-১-৮-২, নাসুম ৪-০১৯-৩, শহিদুল ৪-০-৩৬-৩, রুয়েল ২-০-১২-০, মিরাজ ২-০-১৫-০, সালমান ৩.১-০-২৪-১)

স্পোর্টস ডেস্ক