সিলেটের বিপক্ষে ব্যাট করবে রংপুর
রংপুর রাইডার্স আর সিলেট টাইটান্সের প্রথম দেখায় জয়টা ছিলো রংপুর রাইডার্সের। তবে সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে রংপুর। এবার তাদের লক্ষ্য জয়ে ফেরা। অন্যদিকে, প্লে-অফে খেলার সমীকরণে এগিয়ে যাওয়ার লক্ষ্য সিলেটের। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাট করবে রংপুর রাইডার্স।
আজ সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সিলেটের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দুই দলের প্রথম দেখায় ব্যাটিং ব্যর্থতায় ডুবেছিল সিলেট টাইটান্স। ইথান ব্রুকস আর আফিফ হোসেনের ব্যাটিংয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছিল তারা। পরে ৭ বল আর ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।
এই ম্যাচটি সিলেটের জন্য বেশ গুরুত্বপূর্ণ। প্লে-অফে খেলার দাবি জোরালো করতে হলে রংপুরকে হারাতে হবে সিলেটের। সেটি না হলে বেশ কঠিন হয়ে যাবে পড়বে তাদের প্লে-অফে খেলা।
সিলেটের অধিনায়ক মিরাজ বলেন, উইকেট দেখে আমার বেশ ভালোই মনে হচ্ছে। বোলাররা বল করার জন্য মুখিয়ে আছে। উইকেটে কিছুটা ময়েশ্চার আছে। আশা করি ১৫০-১৬০ ভালো স্কোর হবে।
রংপুরের অধিনায়ক সোহান বলেন, আগের ম্যাচটাতে আমরা ভালো লড়াই করেছিলাম। কিন্তু আমরা তিন বিভাগ সমানভাবে পারফর্ম করতে পারিনি। আশাকরি ক্রিকেটাররা জানে তাদের কি করতে হবে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ।
এ ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে সিলেট টাইটান্স। অন্যদিকে, দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্স।
সিলেট টাইটান্সের একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, তৌফিক খান তুষার, মঈন আলী, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, সালমান ইরশাদ, রুয়েল মিয়া।

স্পোর্টস ডেস্ক