বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে দুঃসংবাদ
আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মাস খানেক সময়ও বাকি নেই আর। দেশে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঢাক ক্যাপিটালসের হয়ে খেলছেন জাতীয় দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ। সরাসরি চুক্তিতে ঢাকা দলে নিয়েছিল তাকে।
ঢাকা ক্যাপিটালসের অন্যতম সেরা বোলার তিনি। কিন্তু ঢাকার সর্বশেষ ম্যাচে একাদশে ছিলেন না তাসকিন। এমনকি মাঠেও দেখা যায়নি তাকে। এরপরই তাসকিন ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, কী হয়েছে তাসকিনের?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মূলত চোট পেয়েছেন তাসকিন। আপাতত তিনি খেলার মতো অবস্থায় নেই। তবে চোট গুরুতর নয়, ঢাকা পর্ব থেকেই তাসকিন খেলতে পারবেন বলে জানিয়েছেন মিঠুন।
তাসকিন সিলেটে নেই জানিয়ে মিঠুন বলেন, ‘এটা ফিজিওর কনসার্ন। ও এখন খেলার মতো অবস্থায় নেই। ওর একটু বিরতি দরকার। স্ক্যান করানোর জন্য ঢাকায় চলে গেছে। ও ছিল না বলেই খেলেনি।’
আজ (সোমবার) আরেকটি ম্যাচ আছে ঢাকার। প্রত্যাশিতভাবে এই ম্যাচে দেখা যাবে না তারকা পেসারকে। মিঠুন জানান, ‘আসলে এটা ফিজিও বলতে পারবে। আমি আনঅফিসিয়ালি যতটা জানি ঢাকা পর্ব থেকে আবার খেলার সম্ভাবনা আছে, যদি খারাপ কিছু না হয়। ওর হাঁটুতে একটু সমস্যা হচ্ছে।’

স্পোর্টস ডেস্ক