আবুধাবি টি-টেনে দল পেলেন তাসকিন
বাংলাদেশ দলের পেস আক্রমণের মূল ভরসা তাসকিন আহমেদ। সাম্প্রতিক সময়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে তার পারফরম্যান্সও বেশ ভালো। এবার আবুধাবি টি-টেন লিগে ডাক পেয়েছেন এই পেসার। তাসকিনকে দলে ভিড়িয়েছে নর্দান ওয়ারিয়র্স।
এর আগে সাকিব আল হাসান ও সাইফ হাসান আবুধাবি টি-টেন লিগে দল পান। তবে দল পেলেও এই টুর্নামেন্টে শেষ পর্যন্ত খেলতে পারছেন না পেসার নাহিদ রানা। আট দলের এই টুর্নামেন্ট শুরু হবে ১৮ নভেম্বর এবং ফাইনাল মাঠে গড়াবে ৩০ নভেম্বর।
আজ রোববার (১৬ নভেম্বর) নর্দান ওয়ারিয়র্স সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিনকে তাদের স্কোয়াডে ভেড়ানোর ঘোষণা দেয়।
টি-টেনে এবার নতুন দল হিসেবে এসেছে রয়্যাল চ্যাম্পস। ড্রাফটের আগেই তারা সাকিব আল হাসানকে দলে নিয়েছে। গ্লোবাল লেজেন্ড ক্যাটাগরিতে সাকিবের সঙ্গে রয়্যাল চ্যাম্পস দলে ভিড়িয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুস ও জেসন রয়কেও। জাতীয় দলের বাইরে থাকায় এবার পুরো টুর্নামেন্টই খেলতে পারবেন সাকিব।
টি-টেন লিগের ড্রাফট অনুষ্ঠিত হয় ১৮ অক্টোবর। সেদিন ‘বি’ ক্যাটাগরি থেকে অ্যাসপিন স্ট্যালিয়ন্স তাদের দলে টানে বাংলাদেশের ওপেনার সাইফ হাসানকে।
আর ‘সি’ ক্যাটাগরি থেকে নাহিদ রানাকে দলে নেয় ভিস্তা রাইডার্স। তবে বিসিবি শেষ মুহূর্তে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায় এবারের আসরে তার খেলা হবে না।

স্পোর্টস ডেস্ক