শাকিব খানের ঢাকা ক্যাপিটালসে নাম লেখালেন তাসকিন ও সাইফ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাঁচটি দলের নাম চূড়ান্ত হয়ে গেছে। টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা ডিসেম্বরে। তাই ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ব্যস্ত দল গোছাতে। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের দুই তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ ও সাইফ হাসান। এবারও দলটির মালিকানায় রয়েছেন চিত্রনায়ক শাকিব খান।
গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছেন তারা। এসময় উপস্থিত ছিলেন ঢাকা ক্যাপিটালসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাকিব ইসলাম এবং অপারেশন ম্যানেজার কে এম আলী হোসেন রাজু।
আরও পড়ুন : বিপিএল মাতাতে আসছেন আমির ও মেন্ডিস, নাম লেখালেন যে দলে
বিপিএলের এবারের আসরে নিলামের আগে প্রতিটি দলকে দুজন করে স্থানীয় ক্রিকেটারের সঙ্গে আগাম চুক্তির সুযোগ দেওয়া হয়। এরপরই তাসকিন ও সাইফকে নিজেদের দলে ভিড়িয়েছে ঢাকা ক্যাপিটালস।
জাতীয় দলের তারকা পেসার তাসকিন বিপিএলের গত মৌসুমে খেলেছিলেন রাজশাহীর হয়ে। দুর্বার রাজশাহীর হয়ে কয়েকটি ম্যাচে অধিনায়কত্বও করেছেন তিনি। এবার ফ্র্যাঞ্চাইজিটি না থাকায় তাসকিনকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ঢাকা।
আর সাইফ খেলেছিলেন রংপুর রাইডার্সে। সম্প্রতি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি সংস্করণে দারুণ ফর্মে আছেন এই ব্যাটার।
আরও পড়ুন : বিপিএলের পাঁচ দলের চূড়ান্ত নাম জানাল বিসিবি
এর আগে নতুন ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স দলে নিয়েছে জাতীয় দলের আরেক ওপেনার তানজিদ হাসানকে। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও এই দলে খেলার কথা রয়েছে।
বিপিএলর এবারের আসর মাঠে গড়াতে যাচ্ছে ১৯ ডিসেম্বর। ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। এর আগে আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড় নিলাম। গত কয়েক আসরে ড্রাফট পদ্ধতি অনুসরণ করা হলেও, এবার দীর্ঘদিন পর আবারও নিলাম পদ্ধতিতে দল গঠন করবে বিসিবি।

স্পোর্টস ডেস্ক