দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে রাজশাহীতে নিউজিল্যান্ডের তারকা
প্রথম কোয়ালিফায়ারে জয় পায়নি রাজশাহী ওয়ারিয়র্স। চট্টগ্রাম রয়্যালসের কাছে ব্যাটিং ব্যর্থতার কারণে হেরেছে উত্তরবঙ্গের দলটি। পুরো মিডল অর্ডার ব্যাটার এদিন ব্যর্থ ছিল রাজশাহী ওয়ারিয়র্সের। দ্বিতীয় কোয়ালিফায়ার এখন বাঁচা-মরার লড়াই রাজশাহীর জন্য।
আজ বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। এর আগে দলের শক্তি বাড়াল রাজশাহী।
ফাইনালে যাওয়ার লক্ষ্যে রাজশাহী ওয়ারিয়র্স উড়িয়ে এনেছে নিউজিল্যান্ডের তারকা কেইন উইলয়ামসনকে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টুয়েন্টি শেষ করেই বাংলাদেশের বিমান ধরেন তিনি। আজ সকাল ১০টা নাগাদ উইলয়ামসন ঢাকায় পৌঁছায় বলে জানায় রাজশাহী।
গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল উইলিয়ামসনকে দলে ভেড়ানো নিয়ে। প্রথম কোয়ালিফায়ারের আগের দিন সংবাদ সম্মেলনে এসে রাজশাহীর আরেক কিউই তারকা জিমি নিশাম বলেছিলেন, সুযোগ থাকলে অবশ্যই উইলিয়ামসনকে দলের সঙ্গে যুক্ত করতে চান।

স্পোর্টস ডেস্ক