বাংলাদেশের সমর্থনে এবার আইসিসিকে পিসিবির চিঠি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন অনিশ্চয়তা তুঙ্গে, তখন বিসিবির অনড় অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার বিষয়টিকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়েছে পিসিবি। এই চিঠির অনুলিপি আইসিসির অন্যান্য বোর্ড সদস্যদেরও পাঠিয়েছে পাকিস্তান।
অন্যদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুরু থেকেই বাংলাদেশের এই অবস্থানকে সমর্থন করে আসছে পাকিস্তান। দেশটির একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের বাংলাদেশের বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত রেখেছে পাকিস্তান।
পিসিবি কর্মকর্তাদের বরাত দিয়ে জিও সুপার জানিয়েছিল, ‘পিসিবি মনে করে আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়।’
এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু যদি কোনো কারণে পাওয়া না যায়, তবে তারা বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের ভেন্যুগুলো বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত বলে দাবি করেছে পিসিবি।
এদিকে বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া এই ধুম্রজালের সমাধান করতে বাংলাদেশে এসেছিলেন আইসিসির প্রতিনিধি দল। দুই পক্ষের সেই বৈঠকে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন নিয়েও আলোচনা হয়েছিল। যেখানে বাংলাদেশকে ‘বি’ গ্রুপে দিয়ে, এই গ্রুপ থেকে আয়ারল্যান্ডকে ‘সি’ গ্রুপে দেওয়ার আলোচনা হয়েছিল।
তবে ক্রিকেটভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই) এমন দাবিকে নাকচ করে দিয়েছে। তারা ভারতে খেলতে যেতে চায় না। ফলে বাংলাদেশের সঙ্গে আয়ারল্যান্ডের গ্রুপ অদলবদল করার যে প্রস্তাব বিসিবি দিয়েছিল, তা কার্যত বাতিল হয়ে গেছে।
জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আয়ারল্যান্ড ক্রিকেটের কর্মকর্তাদের সঙ্গে যোগযোগ করছেন তাদের রাজি করাতে। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে কথাও বলেছেন বুলবুল।

এনটিভি অনলাইন ডেস্ক