ফাইনালে যেতে সিলেটের বিপক্ষে লড়াকু পুঁজি রাজশাহীর
ভালো শুরুর পর হঠাৎই বিধ্বস্ত হলো রাজশাহী ওয়ারিয়র্সের ব্যাটিং লাইন। মিডল অর্ডারের ব্যর্থতায় দ্রুতই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল তারা। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন অভিষিক্ত কেইন উইলিয়ামসন আর জিমি নিশাম। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে লড়াকু পুঁজি দাঁড় করিয়েছে রাজশাহী।
আজ বুধবার (২১ জানুয়ারি) মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা মন্দ ছিল না। আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪১ রান তোলেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান আর তানভীর। ২১ বলে ২৬ রান করে শাহিবজাদা ফিরলে ভাঙে সেই জুটি।
তানজিদ হাসান তামিম আরও কিছুটা সময় ব্যাট করেন। ঝড়ো ব্যাটিংয়ে ভালো শুরুও পেয়েছিলেন তিনি। তবে ইনিংস বড় করতে পারেননি। ১ চার আর ৪ ছক্কায় ১৫ বলে ৩২ রান করে ফেরেন তিনি।
এরপর মোটামুটি ছোটখাটো ব্যাটিং ধস দেখে রাজশাহী। মাত্র ১ রানের ব্যবধানে হারায় তিন উইকেট। দলীয় ৭৯ রানে মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হন নাজমুল হোসেন শান্ত (১০ বলে ৭)। পরের বলে গোল্ডেন ডাক মেরে ফেরেন মুশফিকুর রহিম। স্কোরবোর্ডে ১ রান যোগ হতেই ফেরেন মেহরব হোসেন অহিনও (৩ বলে ০)।
তিন নম্বরে একপ্রান্ত আগলে রাখা কেইন উইলয়ামসন প্রতিরোধ গড়েন স্বদেশী জিমি নিশামকে নিয়ে। উইলিয়ামসন বিপিএলের অভিষেক ম্যাচেই নিজের ছাপ রাখেন দায়িত্বশীল ব্যাটিংয়ে। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ৭৭ রান।
উইলয়ামসন কিছুটা দেখেশুনে খেললেও ঝড়ো ব্যাটিং করেন নিশাম। ৭ বল বাকি থাকতে নিশামকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন ক্রিস ওকস। ২৬ বলে ৪৪ রান করে ছক্কা হাঁকাতে গিয়ে ধরা পড়েন আরিফুলের হাতে।
উইলিয়ামসন মাঠ ছাড়েন অপরাজিত থেকেই। শেষ পর্যন্ত ৩৮ বলে ৪৫ রান করেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৬৫/৯ (শাহিবজাদা ২৬, তামিম ৩২, শান্ত ৭, মুশফিক ০, মেহরব ০, নিশাম ৪৪, সাকলাইন ১, সাকিব ৫, রুবেল ১, উইলিয়ামসন ৪৫*; মিরাজ ৪-০-২৩-২, মঈন ১-০-১৮-১, সালমান ৪-০-২৪-৩, নাসুম ৪-০-২০-২, খালেদ ৩-০-৪১-০, ওকস ৪-০-১৮-১)

স্পোর্টস ডেস্ক