সহজ জয়ে বিপিএল শুরু ঢাকার
টস জিতে বোলিং নেওয়ার কারণ হিসেবে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন জানিয়েছিলেন, তারা আগে বোলিং করে উইকেটের অবস্থা বুঝতে চান। পরবর্তীতে সেই অনুযায়ী ব্যাটিং করবেন। অধিনায়কের পরিকল্পনা কাজে দিয়েছে। বিপিএলের দ্বাদশ আসরে আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হয়েছে ঢাকা। ম্যাচটি ঢাকা জিতেছে ৫ উইকেটে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে রাজশাহী তুলেছে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান। জবাবে ১৮.৫ ওভারে ৫ উইকেটে ১৩৪ রান করেছে ঢাকা।
সিলেটের এই পিচে ১৩২ রান বড় সংগ্রহ নয়। রান তাড়ায় ঢাকার শুরুটা অবশ্য ভালো হয়নি। দ্বিতীয় ওভারে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হন সাইফ হাসান। তার ব্যাট থেকে আসে মাত্র এক রান। আরেক ওপেনার উসমান খান ফেরেন মোহাম্মদ নওয়াজের শিকার হয়ে। তিনি করেন ১৫ বলে ১৮। ঢাকার রানের চাকা সচল রাখেন আব্দুল্লাহ আল মামুন। নাওয়াজের বলে আউট হওয়ার আগে ৩৯ বলে ৪৫ রান করেন মামুন। এতে তৈরি হয় জয়ের ভিত।
মিডল অর্ডারে অধিনায়ক মিঠুনের ১০ বলে ১২, শামিম হোসেনের ১৩ বলে অপরাজিত ১৭ এবং সাব্বির রহমানের ১০ বলে ২১ রানের ক্যামিওতে সহজ জয় পায় ঢাকা। নাসির হোসেনের ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।
রাজশাহীর পক্ষে ২১ রানে ৩ উইকেট নেন নাওয়াজ। একটি করে উইকেট পান সাকিব ও লামিচানে।
ব্যাটিংয়ে রাজশাহীর শুরুটা হয় বাজেভাবে। ইনিংসের প্রথম বলে ইমাদ ওয়াসিমের ডেলিভারিতে স্ট্যাম্পিং হন সাহিবজাদা ফারহান। রানের খাতা খোলার আগে উইকেট হারানো রাজশাহী দ্বিতীয় উইকেটে ৩৯ রানের জুটি গড়ে। তানজিদ হাসান তামিম বিদায় নেন ১৫ বলে ২০ রানে, শিকার হন নাসির হোসেনের।
প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এদিন ২৮ বলে ৩৭ রান করেন। তাকেও সাজঘরের পথ দেখান ইমাদ ওয়াসিম। মুশফিকুর রহিমের ২৩ বলে ২৪ রানের ইনিংসটি থামে নাসিরের বলে। লোয়ার অর্ডারে ভালো করতে পারেনি কেউই। মোহাম্মদ নাওয়াজের ২৬ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে ভর দিয়ে ১৩০ ছাড়ানো সংগ্রহ পায় রাজশাহী।
ঢাকার পক্ষে ১৬ রানে ৩ উইকেট নেন ওয়াসিম। ৩২ রানে ২ উইকেট পান নাসির।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী ওয়ারিয়র্স : ২০ ওভারে ১৩২/৮ (ফারহান ০, তামিম ২০, শান্ত ৩৭, ইয়াসির ১৩, মুশফিক ২৪, মেহেরব ০, নাওয়াজ ২৬*, সাকলাইন ৫, সাকিব ৩, লামিচানে ০*; ওয়াসিম ৪-০-১৬-৩, মির্জা ৪-০-১৭-১, নাসির ৪-০-৩২-২, জিয়াউর ৪-০-৩৫-১,সাইফউদ্দিন ৪-০-৩০-১)
ঢাকা ক্যাপিটালস : ১৮.৫ ওভারে ১৩৪/৫ (সাইফ ১, উসমান ১৮, মামুন ৪৫, মিঠুন ১২, নাসির ১৯, শামিম ১৭*, সাব্বির ২১*; বিনুরা ৩.৫-০-২২-০, সাকিব ৪-০-৩৬-১, সাকলাইন ৩-০-২০-০, নাওয়াজ ৪-০-২১-৩, লামিচানে ৪-০-৩৫-১)

স্পোর্টস ডেস্ক