টস জিতে বোলিংয়ে সিলেট
টস করছেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ছবি : সিলেট টাইটান্স
হার দিয়ে বিপিএল শুরু হয়েছে দুদলেরই। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট টাইটান্স ও নোয়াখালী এক্সপ্রেসের সামনে প্রথম জয়ের সুযোগ। সেই লক্ষ্যে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দল দুটি। টস জিতে বোলিং বেছে নিয়েছে সিলেট।
গতকাল উদ্বোধনী দিনে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে সিলেট। নবাগত নোয়াখালী এক্সপ্রেস দাঁড়াতে পারেনি চট্টগ্রাম রয়্যালসের সামনে। হতাশা ভুলে আজ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় দুদলের।
প্রথম ম্যাচে ব্যাট হাতে সিলেট দারুণ করেছিল। ১৯০ রান করেও অবশ্য জিততে পারেনি। হার থেকে শিক্ষা নিয়েই যেন আজ আগে বোলিং নিয়েছে সিলেট।
অন্যদিকে, নবাগত নোয়াখালী ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দিয়েছে ব্যর্থতার পরিচয়। চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে তারা গুটিয়ে যায় ১০৯ রানে। অলআউট হয় ১৬.৫ ওভারে। ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চাইবে নোয়াখালীও।

স্পোর্টস ডেস্ক