চমক দিয়ে কোচ-ক্যাপ্টেন বাছাই করল রাজশাহী
আর দিন দশেক বাকি আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের। এর আগে প্রতিটি দল সরাসরি চুক্তিতে দুইজন করে দেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। ঢাকা, রংপুর, সিলেটের পর সেই তালিকায় যোগ দিলো রাজশাহী ওয়ারিয়র্স। দলটি আনুষ্ঠানিকভাবে একজন দেশি ক্রিকেটার আর প্রধান কোচের সঙ্গে চুক্তি করেছে।
আজ রোববার (৮ নভেম্বর) এক অনুষ্ঠানে কোচ ও ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে রাজশাহী। গুঞ্জন আছে জাতীয় দলের আরও একজন ক্রিকেটারকে নিয়ে।
বিপিএলের আগামী আসরে রাজশাহীর প্রধান কোচের দায়িত্ব পালন করবেন হান্নান সরকার। জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে চলতি বছর কোচিংয়ে ফিরেছিলেন তিনি। বিপিএলে এবার রাজশাহীর দায়িত্ব সামলাবেন তিনি। হান্নানের পাশাপাশি কোচিং স্টাফে আরও বেশ কয়েকজন দেশি কোচকে দেখা যেতে পারে।
গত কয়েকদিন ধরে গুঞ্জন ছিলো জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমের সঙ্গে চুক্তি করছে রাজশাহী। তবে গণমাধ্যমকে সেই তথ্য উড়িয়ে দিয়েছিলেন তামিম নিজেই। তবে ঘটনার বাক বদলে এবার তামিমই হলেন রাজশাহীর প্রথম দেশি ক্রিকেটার।
টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক ও বর্তমান টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও আলোচনা চলছে রাজশাহীর। সবকিছু ঠিকঠাক থাকলে রাজশাহীর অধিনায়কত্ব যেতে পারে শান্তর কাঁধেই।
আরও পড়ুনঃ রংপুর রাইডার্সের দেশি কোটায় চমক
দলটি বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও আলোচনা শুরু করেছে। পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহানের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর বাইরে একজন লঙ্কান ক্রিকেটারের সঙ্গেও ফ্র্যাঞ্চাইজিটি আলোচনা চালাচ্ছে।
আরও পড়ুনঃ বিপিএলে যে দলের হয়ে খেলবেন সাইফ হাসান
রাজশাহীর বাইরে বিপিএলের আগামী পাঁচ আসরের জন্য দল পেয়েছে রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট। রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। শুরুতে রাজশাহী স্টার্স নামে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।

স্পোর্টস ডেস্ক