রংপুর রাইডার্সের দেশি কোটায় চমক
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর। এর আগে সরাসরি চুক্তিতে দুজন করে দেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই মিশনেই নেমেছে রংপুর। ড্রাফটের দল গোছানোর কাজটা ইতোমধ্যে শেষ করেছে রংপুর রাইডার্স। কোচিং প্যানেলও চূড়ান্ত করে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী বিপিএলে রংপুরে প্রধান কোচের দায়িত্ব সামলাবেন বিশ্বের অন্যতম সেরা কোচ মিকি আর্থার। তার সহকারী হিসেবে থাকবেন সদ্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুল। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন শাহরিয়ার নাফিস আর বোলিং বিভাগ দেখবেন মোহাম্মদ রফিক।
ড্রাফটের আগে দেশি কোটায় রংপুরের চমক মুস্তাফিজুর রহমান। জাতীয় দলের অভিজ্ঞ এই পেসারকে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করেছে রংপুরের এক কর্মকর্তা।
দেশি কোটায় রংপুরের দ্বিতীয় ক্রিকেটার নুরুল হাসান সোহান। গত দুই মৌসুমে রংপুরের হয়ে খেলছেন তিনি। ঘরের ছেলেকে ঘরেই রেখে দিয়েছে রংপুর। সেই সঙ্গে এবারও তার কাধেই দেওয়া হচ্ছে অধিনায়কের ভারও।
এর আগে বিপিএলের এবারের আসরে পাঁচটি দলকে চূড়ান্ত করেছে বিসিবি। যেখানে পুরোনো দল হিসেবে টিকে গেছে রংপুর।

স্পোর্টস ডেস্ক