বিপিএল নিয়ে ঢাকা ক্যাপিটালসের বার্তা
বছর ঘুরে মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লড়াই। আগামী ডিসেম্বরে বিপিএল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিবির নতুন কমিটির অধীনে নতুন আঙ্গিকে আসতে চলেছে বিপিএল। বেশ কয়েকটি দল নতুন করে আসার সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে পুরোনো দল ঢাকা ক্যাপিটালস থাকছে আগের নামে, আগের মালিকানাতেই।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) নিজেদের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে ঢাকা ক্যাপিটালস। ক্যাপশনে লিখেছে— ‘লড়াই থেমে যায়নি, বিশ্বাস থেকেছে আগের মতোই!’ সঙ্গে যোগ করেছে, চ্যাপ্টার টু ইজ লোডিং...
বিসিবির দ্বিতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল গতকাল। সেখানে বিপিএল নিয়ে হয়েছে নানা আলোচনা। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বিপিএল। তার আগে সবকিছু গুছিয়ে নিতে চায় বোর্ড।
বিপিএলের আগামী আসর কবে, কীভাবে শুরু হবে, কাদের দেওয়া হবে ফ্র্যাঞ্চাইজি—এসবের সঙ্গে আলোচনায় ছিল গত বিপিএলের অনিয়ম নিয়ে স্বাধীন তদন্ত কমিটির দেওয়া ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনও।
বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে মোট ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রাথমিক যাচাই-বাছাই শেষে রোববার ৮টি প্রতিষ্ঠানকে রেখে বাকি তিনটি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে। সেসময় বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, নভেম্বরের ৪ তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ হবে।

স্পোর্টস ডেস্ক